আলোচনার পর নরম সুর, প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের ঘোষণা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠক শেষে সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সহকারী শিক্ষকরা তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।
বিজ্ঞাপন
শিক্ষকরা মূলত দশম গ্রেডে বেতন প্রদানসহ তিন দফা দাবি বাস্তবায়ন এবং শাহবাগে তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে (৯ নভেম্বর) থেকে দেশব্যাপী এই অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছিলেন। এই কর্মবিরতির ফলে সারাদেশের প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল।
রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন
বিজ্ঞাপন
প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ।
তবে, শিক্ষকরা জানিয়েছেন যে তাদের মূল দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে।








