Logo

ভোট আপনার শক্তি: ভিডিও বার্তায় সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ২০:৩২
41Shares
ভোট আপনার শক্তি: ভিডিও বার্তায় সিইসি
সিইসি এ এম এম নাসির উদ্দিন | ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন ভিডিওবার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) এই বার্তাটি নির্বাচন কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সম্প্রচার করা হয়েছে।

ভিডিওবার্তায় সিইসি দেশের নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একদিকে পুরো বিশ্ব নজর রাখছে এই নির্বাচনের দিকে, অন্যদিকে দেশের নাগরিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।

বিজ্ঞাপন

সিইসি বিশেষভাবে তরুণ ভোটারদের প্রতি উৎসাহ প্রদানের কথা বলেন। যারা প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, তাদের অংশগ্রহণকে তিনি আশাব্যঞ্জক ও উৎসাহজনক হিসেবে মূল্যায়ন করেন।

তিনি আরও বলেন, আপনার ভোট আপনার শক্তি। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যদেরও উৎসাহিত করুন।

বিজ্ঞাপন

বার্তায় নাগরিকদের সক্রিয় ভোটদান ও দায়িত্বশীল অংশগ্রহণে গুরুত্ব আরোপ করা হয়েছে।

এই ভিডিওবার্তার মাধ্যমে নির্বাচন কমিশন দেশের জনগণকে সচেতন ও সক্রিয় ভোটার হিসেবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে আসন্ন নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটপ্রক্রিয়া নিশ্চিত করা যায়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD