Logo

রমনায় গির্জার সামনে ককটেল বিস্ফোরণ ঘটনায় ঐক্য পরিষদের তীব্র নিন্দা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ২০:২৮
43Shares
রমনায় গির্জার সামনে ককটেল বিস্ফোরণ ঘটনায় ঐক্য পরিষদের তীব্র নিন্দা
ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা এলাকার সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি এই ঘটনাটিকে "গভীর উদ্বেগজনক এবং নিন্দনীয়" বলে অভিহিত করেছে।

বিজ্ঞাপন

রোববার (৯ নভেম্বর) পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৮ অক্টোবর তেজগাঁওয়ের হলি রোজারিও চার্চে এবং ৭ নভেম্বর রমনা ক্যাথেড্রাল চার্চে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা দেশের ধর্মীয় সম্প্রীতি ও স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের কর্মকাণ্ডকে লঘু করে দেখা হলে তা হবে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

বিজ্ঞাপন

দাবি জানিয়ে বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি, ভবিষ্যতে এমন নাশকতামূলক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD