Logo

আমজনতার দলের তারেককে অনশন ভেঙে আপিল করার আহ্বান ইসি সচিবের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ১৮:০২
58Shares
আমজনতার দলের তারেককে অনশন ভেঙে আপিল করার আহ্বান ইসি সচিবের
ফাইল ছবি

নিবন্ধনের দাবিতে অনশনে থাকা আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমানকে আইনগতভাবে আপিল করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

ইসি সচিব বলেন, আপিল, সংশোধনী, পরিমার্জন বা সময় বর্ধন—এসব তো প্রচলিত প্রক্রিয়া। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, যেন অনশন ভেঙে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের পথে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নাগরিক শ্রেণি তারেক রহমানের প্রতি সমর্থন জানাচ্ছে। আজ নির্বাচন ভবনের প্রধান ফটকে সংহতি প্রকাশের জন্য উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

তিনি বলেন, আমজনতার দলের ইয়াং ডাইনামিক লিডারকে বঞ্চিত করা হচ্ছে এবং বৈষম্যের শিকার হতে হচ্ছে। তাদের উচিত ন্যায়সঙ্গতভাবে নিবন্ধন দেওয়া।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD