পেঁয়াজের দাম ৪-৫ দিনে না কমলে আমদানি অনুমোদন: বশিরউদ্দীন

দেশে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছালে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বিজ্ঞাপন
রবিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এসময় মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানও উপস্থিত ছিলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। তবে আগামী চার-পাঁচ দিনের মধ্যে বাজার স্বাভাবিক না হলে আমরা আমদানির অনুমোদন দেব।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ইতোমধ্যে পেঁয়াজ আমদানির জন্য ২ হাজার ৮০০টি আবেদন পড়েছে। আগামী চার–পাঁচ দিনের মধ্যে বাজারের মূল্য সহনীয় পর্যায়ে না এলে আমরা আমদানির অনুমোদন ইস্যু করব।
পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণ নিয়ে তিনি বলেন, মৌসুমের শেষ, হঠাৎ ভারি বৃষ্টি, সংরক্ষণের সময় শুকিয়ে ওজন কমে যাওয়ার মতো কয়েকটি কারণ দাম বাড়িয়েছে। দেশে যথেষ্ট মজুত রয়েছে। আমরা বাজারের পর্যবেক্ষণ করছি।
বিজ্ঞাপন
পেঁয়াজের মূল্যবৃদ্ধি মজুতদার বা সিন্ডিকেটের কারণে হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। সাময়িক সংকট তৈরি হয়েছে, আশা করি দ্রুত তা কাটিয়ে ওঠা যাবে।
তিনি আরও জানান, সীমান্তের ওপারে বাংলাদেশে রপ্তানির জন্য পেঁয়াজ মজুত করা হচ্ছে বলে খবর আছে। আমদানির জন্য যত আবেদন পড়েছে, তার মাত্র ১০ শতাংশ অনুমোদন দিলে বাজারে পেঁয়াজের সয়লাব হবে। তবে কৃষক যাতে ক্ষতির মুখে না পড়েন, সেজন্য সামগ্রিক পরিস্থিতি মনিটর করা হচ্ছে।








