Logo

নন-এমপিও শিক্ষকদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৪

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ১৭:০৬
70Shares
নন-এমপিও শিক্ষকদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৪
ছবি: সংগৃহীত

রাজধানীতে নন-এমপিও শিক্ষকদের শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত চারজন শিক্ষক আহত হয়েছেন।

আহতরা হলেন- আসাদুজ্জামান (৪৭), ইকবাল হাসান (৪০), মোস্তাকিম (৪৫) ও বাবু (৩৬)। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

বিজ্ঞাপন

আহত শিক্ষক আসাদুজ্জামান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ শুরু করে। এতে আমরা কয়েকজন গুরুতর আহত হই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে আহত অবস্থায় চারজন শিক্ষককে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

শিক্ষকরা অভিযোগ করেছেন, তারা দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করে যাচ্ছেন। এমপিওভুক্ত না হওয়ায় অনেকেই পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। তাদের দাবি, সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, নন-এমপিও শিক্ষকদের এই আন্দোলন আজ ১৮ দিনে গড়িয়েছে। এর আগে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এক শিক্ষক বলেন, আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছি, অথচ নিজেদের পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত। এমপিওভুক্তি এখন আমাদের বাঁচা-মরার প্রশ্ন।

বিজ্ঞাপন

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জাতীয় প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD