বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে হত্যার চেষ্টা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য মো. ফখরুল ইসলাম রোকনের ছেলে অনিক (৩০) খলিফাকে পরিকল্পিতভাবে ইট দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনা বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে তালুকদার বাড়ির সামনে ঘটে।
প্রত্যক্ষদর্শী এনায়েত করিমের স্ত্রী মনি বলেন, “দোকানের সামনে অনিক ও ফজলু কথা বলছিল। আমি ঘরে ঢুকতেই হঠাৎ অনিককে ফজলু বারবার ইট দিয়ে আঘাত করতে দেখি। অনেক চিৎকার করার পর এক বাইক চালক এসে অনিককে উদ্ধার করে, এরপর ফজলু পালিয়ে যায়।”
বিজ্ঞাপন
আহত অনিককে প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার জটিলতা দেখিয়ে তাকে ঢাকার একটি ক্লিনিকে স্থানান্তর করার ব্যবস্থা করা হয়েছে।
ইউপি সদস্য ফখরুল ইসলাম রোকন বলেন, “সকালবেলায় অনিক বাইসাইকেল নিয়ে বের হয়। পরে শুনি কেউ আমার ছেলেকে মারার চেষ্টা করেছে। ঘটনাস্থলে যাওয়ার পর ছেলেকে আহত অবস্থায় পাই।”
বিজ্ঞাপন
এয়ারপোর্ট থানার ওসি মো. আল মামুন উল ইসলাম জানান, “ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।








