Logo

শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

profile picture
জেলা প্রতিনিধি
রংপুর
৭ নভেম্বর, ২০২৫, ১৮:২২
476Shares
শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
ছবি: সংগৃহীত

ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (৮ নভেম্বর) দেশের বেশ কিছু জেলার নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এরমধ্যে রয়েছে জয়পুরহাট, বগুড়া জেলার কিছু এলাকা। এছাড়াও রংপুরে বিভাগের বেশ কিছু এলাকাতেও লম্বা সময় পর্যন্ত থাকবে না বিদ্যুৎ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধের এ কথা জানায় নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই (নেসকো)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুরের সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। যেসব এলাকা বিদ্যুৎ থাকবে না—সাব স্টেশন হইতে মাষ্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজা মন্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নাসারী, শালবন হাজির খামার, জুট মিলের পুর্ব পর্যন্ত মুলাটোল থানা, গুপ্তপাড়া, লাইন্স স্কুল, ফায়ার সার্ভিস মোড়।

বিজ্ঞাপন

জয়পুরহাটের বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে জানানো হয়েছে, ১১ কেভি লাইনের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন কাজের জন্য গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেব পাড়া, স্টেডিয়াম রোড, রুপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টার পাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তি নগর, পাচুর মোড়, কাশিয়া বাড়ি, বিশ্বাস পাড়া, কবিরাজ পাড়া, হিলি রোড, পাচুর মোড় হতে সিও কলোনি সদর রোডের দক্ষিণ অংশ,উপজেলা চত্বর, চামড়াগুদাম রোড সহ তৎসংলগ্ন এলাকায় আগামীকাল শনিবার সকাল ৭টা ৩০ থেকে বিকেল ৪টা (সাড়ে ৭ ঘণ্টা) পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ থেকে জানানো হয়েছে, পুরান বগুড়া ১১ কেভি ফুলতলা ফিডারের লাইনের নিকটবর্তী গাছের ডাল-পালা কর্তনের জন্য আগামীকাল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিলিমপুর, মেডিকেল রোড, মালগ্রাম দক্ষিণপাড়া, কৈগাড়ী, হোমিও কলেজ, ফুলতলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD