কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন চান জহিরুল ইসলাম মবিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন চেয়েছেন হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের বড়বাজার এলাকার একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজের নাম ঘোষণা করেন।
জহিরুল ইসলাম মবিন বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় তিনি বলেন, ‘কিশোরগঞ্জ-১ আসনে বিজয়ী হতে হলে যোগ্য ও কর্মঠ নেতৃত্বের বিকল্প নেই। অন্যায় ও অপকর্মে যুক্ত ব্যক্তিকে মনোনয়ন দিলে এই আসনে বিজয় সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘স্বৈরাচার আমলে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আসন থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমাকে মনোনয়ন দিলে আমি দেশের সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হতে পারব।’
নিজের রাজনৈতিক ত্যাগের কথা উল্লেখ করে মবিন বলেন, ‘দলের আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের নির্যাতনে আমার দুটি কিডনি নষ্ট হয়েছে। ব্যবসা ধ্বংস হয়েছে, কিন্তু আমি রাজনীতি ছাড়িনি। মনোনয়ন পেলে এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারব।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: মোবাইলে ভিডিও দেখতে নিষেধ করায় আত্মহত্যা
জানা গেছে, কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি চারটিতে প্রার্থী ঘোষণা করেছে। কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। কিশোরগঞ্জ-১ আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় সিদ্ধান্তে পৌঁছায়নি দলটি।
মবিন ছাড়াও এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ রাব্বানী, বর্তমান সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।
বিজ্ঞাপন
মতবিনিময় সভা শেষে জহিরুল ইসলাম মবিন হোসেনপুর বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে অংশ নেন।








