Logo

১ হাজার ৭০১ টন আলু বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়
৭ নভেম্বর, ২০২৫, ১৬:৩৬
65Shares
১ হাজার ৭০১ টন আলু বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল
ছবি: সংগৃহীত

পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ১ হাজার ৭০১ মেট্রিক টন আলু নেপালে গেছে। এস্টারিক্সসহ বেশ কয়েকটি জাতের আলু নিয়ে দিনভর ৮১টি ট্রাক বন্দরের কার্যক্রম শেষে সড়কপথে সীমান্ত অতিক্রম নেপালের উদ্দেশ্যে যাত্রা করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপ-পরিচালক নুর হাসান।

এর আগে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছিল। পরে কম-বেশি রপ্তানি হলেও বৃহস্পতিবারের চালানে সেই রেকর্ড ভেঙে গেছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ বন্দর দিয়ে মোট ৪৪ হাজার ৪১৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।

বিজ্ঞাপন

উপ-পরিচালক নুর হাসান বলেন, নেপালে আলুর চাহিদা বাড়ায় বাংলাদেশের রপ্তানিকারকরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করে আলু রপ্তানি করছে। আলুর ট্রাকগুলো বন্দর এলাকায় প্রবেশের পর প্রয়োজনীয় পরীক্ষা শেষে ছাড়পত্র দেওয়া হয়।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD