Logo

মোবাইলে ভিডিও দেখতে নিষেধ করায় আত্মহত্যা

profile picture
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
৭ নভেম্বর, ২০২৫, ১৬:২৬
54Shares
মোবাইলে ভিডিও দেখতে নিষেধ করায় আত্মহত্যা
প্রতীকী ছবি।

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের পুরাপাড়া গ্রামে মায়ের বকুনিতে অভিমান করে নদী আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নদী পড়ালেখার পাশাপাশি মোবাইলে ভিডিও দেখছিল। এ সময় তার মা নারগিস বেগম মোবাইল ব্যবহারে নিষেধ করেন। এ নিয়ে মা–মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে মন ক্ষুণ্ণ হয়ে নদী নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন।

বিজ্ঞাপন

তাকে দ্রুত উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় টংগিবাড়ী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শুরু করে।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD