সেঞ্চুরিতে মুশফিকের জ্বলে ওঠা উদযাপন

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে আবারও নিজের ক্লাসিক ছাপ রাখলেন সিলেট বিভাগের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ঢাকা বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিতেই আগুনে ভঙ্গিতে উদযাপন করলেন তিনি—যা মুহূর্তেই আলোচনায় উঠে এসেছে।
বিজ্ঞাপন
গতকাল তৃতীয় দিনের খেলা শেষে ৯৩ রানে অপরাজিত ছিলেন মুশফিক। আজ সকালে ব্যাট হাতে নেমেই বাকি সাত রান পেরিয়ে পৌঁছে যান কাঙ্ক্ষিত তিন অঙ্কে। এনামুল হকের বলে বাউন্ডারি হাঁকাতেই দু’হাত মুষ্টিবদ্ধ করে হুঙ্কার ছুড়লেন, দৃষ্টিতে যেন আগুন। মাঠে উপস্থিত সবাই তখন বুঝে গেলেন—এই সেঞ্চুরির মধ্যে ছিল না শুধু রান, ছিল জবাবও।
কারণ, আগের দিন এনামুলের এক বাউন্সার লেগেছিল মুশফিকের হেলমেটে। সেদিনের সেই আঘাতের জবাবই যেন আজ ব্যাটে-বলে আর উদযাপনে লিখে দিলেন তিনি।
আরও পড়ুন: নেইমার ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা
বিজ্ঞাপন
সকালের সেশনে যদিও সিলেটের জন্য শুরুটা ভালো ছিল না। দিনের দ্বিতীয় ওভারেই এবাদত হোসেন ফিরে যান, এরপর সাজঘরে ফেরেন খালেদ আহমেদও। শেষ উইকেটে এক প্রান্তে একা লড়ছিলেন মুশফিক। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটার শান্তভাবে চাপ সামলে নেন এবং এনামুলের ওভারের দ্বিতীয় বলেই স্কুপ শটে সেঞ্চুরি পূর্ণ করেন।
শেষ পর্যন্ত ৮ চার ও ২ ছক্কায় ২০৫ বল খেলে ১১৫ রান করে আউট হন মুশফিকুর রহিম। তার ব্যাটে ভর করেই সিলেটের ইনিংস গুটিয়ে যায় ২৯০ রানে। প্রথম ইনিংসের তুলনায় তারা পিছিয়ে থাকে ২০ রানে।
বিজ্ঞাপন
এ সেঞ্চুরি শুধু দলের জন্যই নয়, মুশফিকের ব্যক্তিগত প্রস্তুতিরও বড় বার্তা। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে যদি সবকিছু ঠিক থাকে, তাহলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট ম্যাচে নামবেন এই নির্ভরযোগ্য ব্যাটার।
তার আগুনে উদযাপন যেন ইঙ্গিত দিচ্ছে—বিশ্ব ক্রিকেটে আবারও নিজের সেরাটাই দেখাতে প্রস্তুত মুশফিকুর রহিম।








