এনসিএলে দাপুটে খেলা আফিফ এবার ১৫ দিন ছুটিতে

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে খুলনার হয়ে বরিশালকে হোয়াইটওয়াশ করা ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন আফিফ হোসেন। চার দিনের ম্যাচটি খুলনা মাত্র আড়াই দিনের মধ্যে জিতে নেয়, যেখানে আফিফ স্পিন বলে দুই ইনিংসেই জাদু দেখান।
বিজ্ঞাপন
প্রথম ম্যাচেই ৮ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার। তবে দ্বিতীয় রাউন্ডে খেলছেন না আফিফ। অনেকে ভেবেছিলেন মেহেদী হাসান মিরাজের দলে ফেরায় তার জায়গা হয়নি। তবে আসল কারণটি ভিন্ন—আফিফ বিসিবির কাছে ১৫ দিনের ছুটির আবেদন করেছিলেন এবং বিসিবি তা মঞ্জুর করেছে।
আফিফ আবারও বাবা হতে যাচ্ছেন, তাই পরিবারের পাশে থাকার জন্য সাময়িক বিরতি নিতে হচ্ছে তাকে। ধারণা করা হচ্ছে, চতুর্থ রাউন্ড থেকেই তিনি মাঠে ফিরবেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: টেস্ট অধিনায়কত্ব নিয়ে যা বললেন শান্ত
উল্লেখ্য, লাল বলের এনসিএলে বরিশালের বিপক্ষে প্রথম ম্যাচে আফিফ হ্যাট্রিকসহ ৬ উইকেট নেন। প্রথম ইনিংসে ১০.৫ ওভারে ৩১ রানের বিনিময়ে তুলে নেন ৬টি উইকেট।








