Logo

ক্রীড়া সাংবাদিকরাই ক্রীড়ার প্রাণশক্তি : নাসের শাহরিয়ার

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১৭:২০
7Shares
ক্রীড়া সাংবাদিকরাই ক্রীড়ার প্রাণশক্তি : নাসের শাহরিয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসডব্লিউএ) নতুন কার্যালয়ের যাত্রা শুরু হলো পল্টনের জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে। একসময় যে ভবন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিস, সেটিই এখন দেশের প্রাচীনতম ক্রীড়া সাংবাদিক সংগঠনের নতুন ঘর।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) দুপুরে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ও রেডিয়্যান্ট গ্রুপের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী।

তিনি বলেন, ‘ক্রীড়া সাংবাদিকরা ক্রীড়ারই অবিচ্ছেদ্য অংশ। তাদের কাজ ক্রীড়া অঙ্গনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া সাংবাদিকদের এমন উদ্যোগে অংশ নিতে পেরে আমরা গর্বিত।’

বিজ্ঞাপন

রেডিয়্যান্ট গ্রুপের সহায়তায় বিসিবির পুরনো অফিসটি আধুনিক রূপে সাজিয়ে নতুন কার্যালয় হিসেবে তৈরি করা হয়।

বিসিবি সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বলেন, “যখন ক্রিকেট খেলতাম, তখন প্রতিদিন এই অফিসের পাশ দিয়েই যেতাম। জায়গাটার সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখন এই অফিস ক্রীড়া সাংবাদিকদের হলেও, মাঝে মাঝে আমরাও এখানে এসে নস্টালজিক হতে চাই।”

বিজ্ঞাপন

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, “ক্রীড়া লেখক সমিতির এই পদক্ষেপ প্রশংসনীয়। আমরা আশা করি এখান থেকেই একদিন ক্রীড়া জাদুঘরের যাত্রা শুরু হবে। বাফুফে সবসময় ক্রীড়া সাংবাদিকদের পাশে থাকবে।”

ক্রীড়া লেখক সমিতির সভাপতি রেজওয়ান উজ জামান জানান, সংগঠনটি ভবিষ্যতে আইসিসি ও এএফসির সহযোগিতায় সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করবে।

“সাংবাদিকতা একটি অনিশ্চিত পেশা। আমরা বড় একটি কল্যাণ তহবিল গঠনের পরিকল্পনা করছি,” বলেন তিনি। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি দেশের সবচেয়ে পুরনো ক্রীড়া সাংবাদিক সংগঠন। প্রথম কার্যনির্বাহী কমিটির নয় সদস্যের মধ্যে এখনো জীবিত আছেন দুইজন—ইকরামউজ্জামান ও আব্দুল তৌহিদ।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ইকরামউজ্জামান বলেন, “আমরা অনেক সময় সংস্কারের কথা বলি, কিন্তু প্রকৃত সংস্কার করেছে ক্রীড়া লেখক সমিতি। আজকের অবস্থান সত্যিই গর্বের।”

অনুষ্ঠানে সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা দেওয়া হয়। এ সময় বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনসহ অন্যান্য সংগঠনের নেতারা শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ক্রীড়া সাংবাদিকরাই ক্রীড়ার প্রাণশক্তি : নাসের শাহরিয়ার