Logo

ভারতীয় নারী ক্রিকেটারদের জন্য বিশাল অর্থ পুরস্কার ঘোষণা

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ নভেম্বর, ২০২৫, ১৫:৪৬
5Shares
ভারতীয় নারী ক্রিকেটারদের জন্য বিশাল অর্থ পুরস্কার ঘোষণা
ছবি: সংগৃহীত

ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জয়ী দলের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে ৪৪.৮ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা।

বিজ্ঞাপন

এছাড়া বিসিসিআই চ্যাম্পিয়ন দলকে ৫১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১ কোটি টাকা) পুরস্কারের ঘোষণা দিয়েছে।

বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া বলেন, “এই জয় শুধুই একটি ম্যাচের ফল নয়, এটি ভারতের নারী ক্রিকেটের ভবিষ্যতের জন্য এক নতুন অধ্যায়। এটি পরবর্তী প্রজন্মের নারী ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।”

বিজ্ঞাপন

বিশেষভাবে উল্লেখযোগ্য, নারী বিশ্বকাপের মোট প্রাইজমানি এই বছর ১৩.৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা) যা ২০২২ সালের তুলনায় প্রায় চারগুণ বেশি। এটির পরিমাণ ২০২৩ সালের পুরুষ ওয়ানডে বিশ্বকাপের চেয়ে অনেক বেশি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD