অবশেষে রুবাবা দৌলা বিসিবি পরিচালক হিসেবে মনোনীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অবশেষে পরিচালক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা।
বিজ্ঞাপন
এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) মনোনীত দুই পরিচালকের একজন হিসেবে প্রথমে মনোনয়ন পেয়েছিলেন ইসফাক আহসান। তবে তাকে ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় দ্রুতই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় এনএসসি।
এরপর থেকেই ক্রিকেটাঙ্গনে আলোচনা চলে—ইসফাকের স্থলাভিষিক্ত হিসেবে আসছেন রুবাবা দৌলা। তবে বিসিবির পরিচালক হতে চাইলে আগে কাউন্সিলর হিসেবে অনুমোদিত হতে হয়। এত দিন রুবাবা কাউন্সিলর ছিলেন না। আজ এনএসসি একসঙ্গে দুইটি চিঠি ইস্যু করে তাকে কাউন্সিলর ও পরিচালক—উভয় পদেই মনোনয়ন দিয়েছে। বোর্ড সভায় অনুমোদন পেলেই আজ থেকেই তিনি দায়িত্ব গ্রহণ করতে পারবেন।
বিজ্ঞাপন
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইসফাক আহসান পদত্যাগ করেছেন এবং তার পরিবর্তে রুবাবাকে মনোনীত করা হলো। সাধারণত কাউন্সিলর ও পরিচালক নিয়োগের চিঠি আলাদা সময়ে আসে, তবে বোর্ড সভায় দ্রুত সিদ্ধান্ত নেয়ার সুবিধার্থে আজ একই দিনে দুইটি মনোনয়ন পাঠানো হয়েছে।
এতে বিসিবির পরিচালক সংখ্যা দাঁড়াল ২৫। রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষপদে কর্মরত ছিলেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি এবং স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।








