Logo

ঢাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ১৬:২৯
79Shares
ঢাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমণ্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে তিনি নিজের ভোটার স্থানান্তরের আবেদন জমা দেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ঢাকা থেকে নির্বাচন করব, এটা এখন প্রায় নিশ্চিত। সেই কারণেই নিজের ভোটটিও ঢাকায় স্থানান্তর করলাম, যেন ভোটটি অপচয় না হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি আগে থেকেই ভোটার ছিলাম, কিন্তু কখনো ভোট দিতে পারিনি। ২০১৮ এবং ২০২৪ সালে দুটি নির্বাচন হয়েছে, কিন্তু সেই সময় ভোট দিতে পারিনি। এবার যেন ভোট দিতে পারি, সেটি নিশ্চিত করেছি।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি জানান, এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্রভাবে নির্বাচন করার। ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোনো দল আসন ফাঁকা রাখবে কি না, সেটা আমার বিষয় নয়। আমি নিজ সিদ্ধান্তে, এককভাবেই নির্বাচনে অংশ নেব।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নির্বাচনে অংশ নেওয়ার আগে তিনি সরকারের পদ থেকে পদত্যাগ করবেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সরকার থেকে পদত্যাগের পরই নির্বাচন করব। কবে পদত্যাগ করব, তা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে জানাব।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ধানমণ্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসনে এখন পর্যন্ত বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াতে ইসলামি ইতোমধ্যে এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।

আসিফ মাহমুদের নির্বাচনী পরিকল্পনা ও পদত্যাগের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে স্বতন্ত্র প্রার্থীর সম্ভাব্য উপস্থিতি ঘিরে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD