Logo

পরীমণি ফিটনেস ধরে রাখার রহস্য জানালেন

profile picture
বিনোদন প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ১৭:৫১
17Shares
পরীমণি ফিটনেস ধরে রাখার রহস্য জানালেন
ছবি: সংগৃহীত

ঢালিউড চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবন এবং সাহসী বক্তব্যের মাধ্যমে প্রায়ই তিনি উঠে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার এক অনুষ্ঠানে নিজের বর্তমান জীবনযাত্রা ও ফিটনেস ধরে রাখার রহস্য নিয়ে কথা বললেন এই তারকা।

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি তার ফিটনেস ধরে রাখার রহস্য হিসেবে কোনো বিশেষ ডায়েট বা কঠোর রুটিনের কথা বলেননি। বরং, তিনি তার সন্তানের পেছনে ছোটাছুটি এবং স্বাভাবিক জীবনযাত্রাকেই তার ফিটনেসের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।

পরীমণি অনুষ্ঠানে বলেন, ‘আমি স্পেশালি কিছুই করছি না। আমি ভাতও খাচ্ছি, আইসক্রিমও খাচ্ছি। ঠিকঠাক মতো ঘুমাতেও যেতে পারি না রুটিন করে, ঠিকঠাক মতো জাগতেও পারি না। 'মেইনটেইন জীবনযাপন' যাকে বলে খুব ট্রাই করছি।

বিজ্ঞাপন

কিন্তু যেহেতু দুটো বাচ্চাই পরপর ছোট, তো ওদের কখনো কখনো ঘুমের শিডিউল আপ-ডাউন হয়ে যায়, তো ওদের সাথেই মিলেই আমার চলতে হয়।’

পরীমণি বলেন, ‘মূলত ওদের পেছনে দৌড়াতে দৌড়াতে আমি ফিটনেসটা ব্যাক পাচ্ছি।’ মা হিসেবে সন্তানের দেখভাল করার এই স্বাভাবিক প্রক্রিয়াই যে তাকে স্বাভাবিকভাবে ফিট থাকতে সাহায্য করছে, তা অকপটে স্বীকার করলেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

এদিকে, জন্মদিন এবং উপহারের প্রতি নিজের ভিন্ন দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন পরীমণি। তার কথায়, ‘আমার মনে হয় যে সবাই একটু উইশ করলো, হ্যাপি বার্থডে বললো, ওই ব্যাপারটাই আমার কাছে অনেক বড় গিফট।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD