Logo

‘সোলজার’ লুকে নেট দুনিয়ায় ঝড় তুললেন শাকিব খান

profile picture
বিনোদন ডেস্ক
৮ নভেম্বর, ২০২৫, ১৩:৩৯
26Shares
‘সোলজার’ লুকে নেট দুনিয়ায় ঝড় তুললেন শাকিব খান
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানকে ঘিরে আবারও সরগরম চলচ্চিত্রপাড়া। একের পর এক নতুন রূপে দর্শকদের চমকে দিচ্ছেন তিনি। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘সোলজার’–এর লুক প্রকাশের পর থেকেই ভক্তদের আগ্রহ তুঙ্গে। সেই লুকেই এবার জনসম্মুখে হাজির হলেন বাংলার কিং খান।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, শাকিব খান সম্পূর্ণ কালো পোশাক ও কালো সানগ্লাসে উপস্থিত হয়েছেন। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার নতুন গোঁফ, যা ‘সোলজার’ সিনেমায় তার চরিত্রের একটি বিশেষ অংশ হিসেবে দেখা যাবে।

মূলত, গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান। কালো গ্লাসে ও কালো পোশাকে তার আগমনের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের পুরো এলাকায়।

বিজ্ঞাপন

এরপরই সৃষ্টি হয় হাজারও দর্শকের ভিড়। প্রিয় তারকাকে একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে উৎসুক ভক্তরা। ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা যায় উপস্থিত নিরাপত্তা কর্মীদের। ভিডিওতে দেখা যায়, শাকিব খান উচ্ছ্বসিত দর্শকদের দিকে হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন।

সেখানে উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। এই সময় শাকিব খানকে নতুন সিনেমার এই লুক নিয়ে প্রশ্ন করেন তিনি।

এ সময় গোঁফ প্রসঙ্গে শাকিব খান বলেন, “শুটিং শেষে মেকআপ যারা রিমুভ করে, আমি মাঝে মাঝে তাদের বলি—আমার গোঁফটা খুলে দাও। অনেকে অনেকক্ষণ হাত দিয়ে নাড়াচাড়া করে, তারপর বলে—‘আরে এটাতো আসল! বলেই হেসে দেন শাকিব খান। যদিও গোঁফটা আসল নাকি নকল, তা স্পষ্ট হওয়া যায়নি।

বিজ্ঞাপন

প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর এই সিনেমায় শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। অ্যাকশন–ড্রামা ঘরানার এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD