এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ক্যাটরিনা

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি। তারা প্রথমবারের মতো পুত্র সন্তানের মা-বাবা হয়েছেন।
বিজ্ঞাপন
গত শুক্রবার (৭ নভেম্বর) সুখবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা শুভেচ্ছার বন্যা বয়ে দিয়েছেন। এদিকে মা ও নবজাতক উভয়ই সুস্থ থাকলেও এখনই হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন না ক্যাটরিনা। তবে কী কারণে অভিনেত্রীকে হাসপাতালে থাকতে হচ্ছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ক্যাটরিনা। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সকাল ৮টা ২৩ মিনিটে সন্তান জন্মগ্রহণ করে। মা ও নবজাতক দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল ও সুস্থ রয়েছে।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাধারণত সন্তান জন্মের একদিনের মধ্যেই মায়েদের ছাড়পত্র দেওয়া হয়, কিন্তু ক্যাটরিনার ক্ষেত্রে এখনই হাসপাতাল ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। তবে কী কারণে তাকে কিছুদিন পর্যবেক্ষণে রাখা হচ্ছে— সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে, এটি সম্পূর্ণ সতর্কতামূলক ব্যবস্থা।
পুত্র সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। ভক্তদের পাশাপাশি বলিউড তারকারাও নবদম্পতির প্রতি শুভকামনা জানিয়েছেন।
অভিনেত্রী কারিনা কাপুর খান শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “ক্যাট, বয় মাম্মা ক্লাবে তোমাকে স্বাগত। তোমার আর ভিকির জন্য ভীষণ খুশি হয়েছি।”
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, “দারুণ খুশি হয়েছি! অসংখ্য শুভেচ্ছা।”
অভিনেতা রাজকুমার রাও মন্তব্য করেছেন, “ভিকি-ক্যাটরিনা, এর থেকে অসাধারণ অনুভূতি আর হয় না। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আর খুদেকে আমার ভালোবাসা।”
আরও পড়ুন: মা হলেন ক্যাটরিনা কাইফ
বিজ্ঞাপন
এছাড়াও অনিল কাপুর, নেহা ধুপিয়া, কিয়ারা আডভানি, সিদ্ধার্থ মালহোত্রা, কার্তিক আরিয়ানসহ অসংখ্য তারকা অভিনন্দন জানিয়েছেন এই তারকা দম্পতিকে।
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা প্রাসাদে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকেই দুজনের দাম্পত্য জীবন নিয়ে বলিউডে নানা আলোচনার জন্ম হয়। কাজের ব্যস্ততা সত্ত্বেও একে অপরের প্রতি ভালোবাসা ও বোঝাপড়ার উদাহরণ হিসেবে এই জুটি ভক্তদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন।








