ওই ক্লিপে আমি ছিলাম না, জেনে শুনে নিউজ করবেন: তানজিন তিশা

ঢাকাই চলচ্চিত্রের বড় বাজেটের ছবি ‘সোলজার’-এ চিত্রনায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তানজিন তিশা। সেখানে ঢালীউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
কিন্তু সিনেমাটি ঘিরে সম্প্রতি তৈরি হয়েছে এক আলোচনা। যার সূত্রপাত শুটিং ফ্লোরের একটি ভিডিও ফাঁস হওয়াকে কেন্দ্র করে। যেখানে শাকিব খান ও এক নারীকে দেখা যায় শুটিং সেটে। আর নাচের স্টেপের সেই ভিডিওটি ছড়িয়ে পড়তে নেটিজেনদের দাবি, সেই নারীটি নাকি তানজিন তিশা; আর এ নিয়েই চলছে বেশ জল্পনা-কল্পনা।
আরও পড়ুন: এবার রাজকীয় লুকে চমকে দিলেন বুবলী
সেই ভিডিও প্রসঙ্গে সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন এই অভিনেত্রী। তিশার দাবি, ‘সোলজারে আমার কোনো ক্লিপ এখনো প্রকাশ হয়নি। ওই ভিডিওতে আমি ছিলাম না। আপনারা ভুল নিউজ করেছেন, ইউ আর রং।’
বিজ্ঞাপন
তানজিন তিশা বলেন, ‘মাঝেমধ্যে একটু জেনে-শুনে নিউজ করলে ভালো হয়। আমি জানি, একটা বড় কাজ করতে যাচ্ছি।’
নতুন চলচ্চিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। বলেন, ‘আমি অনেক এক্সাইটেড। যদিও আমি একা কিছু নই, এটা পুরো টিমের কাজ। আমি সবসময় বলি, এটা একটা টিম ওয়ার্ক।’
আরও পড়ুন: প্রশ্ন করবেন না, সব বলব: পরীমনি
বিজ্ঞাপন
‘সোলজার’-এর শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) প্রথমবার শাকিব খানের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান তিশা। দেশপ্রেমের গল্পে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। শোনা যাচ্ছে, সবকিছু পরিকল্পনামাফিক হলে আগামী ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ‘সোলজার’।








