Logo

ঢাকাইয়া দেবদাস’র মহরতে শাকিবকে নিয়ে প্রশ্ন, এড়িয়ে গেলেন বুবলী!

profile picture
বিনোদন প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ১১:৫৫
22Shares
ঢাকাইয়া দেবদাস’র মহরতে শাকিবকে নিয়ে প্রশ্ন, এড়িয়ে গেলেন বুবলী!
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার সংস্কৃতি ও জীবনের পটভূমিতে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘ঢাকাইয়া দেবদাস’।

বিজ্ঞাপন

শুক্রবার (০৭ নভেম্বর) রাজধানীর এক ক্লাবে মহরতের মধ্য দিয়ে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রধান চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ ও শবনম বুবলী।

জাহিদ হোসেন পরিচালিত এই ছবিতে উঠে আসবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী জীবনধারা, ভাষা ও সম্পর্কের গল্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী, প্রযোজক, পরিবেশক ও অন্যান্য সহ-শিল্পীরা। মহরত আয়োজনটিও ছিল বেশ বর্ণিল; সেট সাজানো হয়েছিল পুরান ঢাকার আবহে, আর বুবলীর ঘোড়ার গাড়িতে আগমন সেই আয়োজনের প্রধান আকর্ষণ হয়ে ওঠে।

বিজ্ঞাপন

মহরতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বুবলীর কাছে করা হয় বিভিন্ন প্রশ্ন, যার একটি ছিল পুরনো মেগাস্টার শাকিব খানকে ঘিরে। প্রশ্নটা এমন ছিল, শাকিব-বুবলী জুটির সময় অন্য শিল্পীর সঙ্গে কাজ করতে গিয়ে শাকিবের বাধার মুখে পড়েছেন কি না কখনো? এ সময় প্রশ্নটি শুনে কৌশলে যথাযথ উত্তরটি এড়িয়ে যান বুবলী।

বুবলী বলেন, ‘আসলে শাকিব-বুবলী জুটি বরাবরই দর্শকদের পছন্দের, আপনি যেটি বলছিলেন যে জনপ্রিয় একটি জুটি। তো সেখান থেকে দর্শকদের ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে। আর আমরা এজ এ আর্টিস্ট যখন কাজ করি, সবাই ইন্ডিভিজুয়ালি কিন্তু নিজস্ব সত্তা নিয়ে কাজ করি। সেখান থেকে আমার মনে হয় যে যখন অন্যদের সাথে বা অন্য শিল্পীদের সাথে কাজ করি, সেটাও দর্শকেরা তাদের মতো করেই গ্রহণ করে।’

বিজ্ঞাপন

ছবিটিতে আদর আজাদ ও বুবলীর পাশাপাশি অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। প্রযোজনায় রয়েছে এক্সেল ফিল্মস ও রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD