Logo

নির্বাচন ব্যাহত করার উদ্দেশ্যেই এরশাদের উপর হামলা: ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৫, ২০:৫৩
16Shares
নির্বাচন ব্যাহত করার উদ্দেশ্যেই এরশাদের উপর হামলা: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ফাইল ছবি

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে লক্ষ্য করে গণসংযোগকালে ঘটে যাওয়া গুলিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশের গতরাজনৈতিক উন্নয়নের পর কিছু দুস্কৃতকারী আবারও অস্থিতিশীলতা সৃষ্টি করে নিজস্ব স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। এরশাদ উল্লাহসহ গণসংযোগে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তিনি এসব অপতৎপরতার নির্মম প্রকাশ হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

ফখরুল দাবি করেছেন, ঘটনাটি ঘটে থাকলে তা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে নির্বাচন বন্ধ বা দেরি করানোর উদ্দেশ্যেই প্রয়োগ করা হয়েছে। তিনি বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। দেশের গণতন্ত্র রক্ষা, ভোটের অধিকার সুপ্রতিষ্ঠা এবং জনগণের জানমাল রক্ষায় সকল রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের ঐক্যবন্ধন জরুরি বলে বিবৃতিতে জোর দেওয়া হয়েছে।

বিএনপির বক্তব্যে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। পাশাপাশি বিবৃতিতে গুলিতে আহতদের দ্রুত সুস্থতার প্রত্যাশা জানানো হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় স্থানীয় পুলিশ ও প্রশাসন তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজনৈতিক মহলে উদ্বেগ ও নিন্দার সুর বজায় থাকায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়ার চাপ বেড়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD