Logo

আমজনতার দলকে নিবন্ধন অবশ্যই দিতে হবে: রাশেদ খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৫, ১৭:৪৯
9Shares
আমজনতার দলকে নিবন্ধন অবশ্যই দিতে হবে: রাশেদ খান
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি জাতীয় নাগরিক পার্টিসহ তিনটি দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে ‘আমজনতার দল’ এ তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় মঙ্গলবার বিকাল থেকে দলের সদস্যসচিব তারেক রহমান নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে আমরণ অনশনে বসেছেন।

বিজ্ঞাপন

বুধবার তার এই অনশনের প্রতি সংহতি জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, তারেক রহমান ভাই যে আন্দোলন করছে, এটি যৌক্তিক। তার দল ‘আমজনতার দল’-কে নিবন্ধন অবশ্যই দিতে হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে তিনি বলেন, রাজপথের লড়াকু সৈনিক, ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যিনি সর্বদা রাজপথে লড়াই করেছেন, তিনি আমাদের পরিচিত মুখ তারেক রহমান। তিনি প্রায় ২০ ঘণ্টা ধরে প্রধান নির্বাচন কমিশনের ফটকের সামনে তার দলের নিবন্ধনের দাবিতে অনশন করছেন। আমরা রাজপথে তার বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম দেখেছি।

বিজ্ঞাপন

রাশেদ খান আরও উল্লেখ করেন, গতকাল তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে এনসিপি নিবন্ধন পেয়েছে, আমরা তাদের শুভকামনা জানাই। কিন্তু বাকি দুটি দল কীভাবে নিবন্ধন পেয়েছে, সে বিষয়ে প্রশ্ন রয়ে গেছে। নিবন্ধনের ক্ষেত্রে প্রধান শর্ত হওয়া উচিত রাজপথে সক্রিয় থাকা। কিন্তু শুধু কমিটি দিয়ে, বাসা-বাড়িকে অফিস হিসেবে দেখিয়ে যে নিবন্ধন পাওয়া গেছে, তা আমরা মানতে পারি না।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের গঠিত ‘বাংলাদেশ আম জনগণ পার্টি’ও নিবন্ধন পেয়েছে। অথচ এই দলটি গণঅভ্যূত্থানের আগে কখনো রাজপথে সক্রিয় ছিল না। অন্যদিকে, রাজপথের সংগ্রামী তারেক রহমানের দল এখনও নিবন্ধন পায়নি।

রাশেদ খান সাংবাদিকদের বলেন, আমার ব্যক্তিগত স্থান থেকে তারেক রহমানের আন্দোলনের প্রতি সংহতি জানাতে এখানে এসেছি। তিনি প্রায় ২০ ঘণ্টা ধরে এখানে অনশন করছেন, অসুস্থ হয়ে পড়েছেন, মশার কামড় খেয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে জানা দরকার, তারা কী ভাবছেন এবং কী করবেন।

বিজ্ঞাপন

তাহারেক রহমানের অনশন এবং রাশেদ খানের সংহতির ঘটনা, নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি করেছে।

উল্লেখ্য, মঙ্গলবার নির্বাচন কমিশন চূড়ান্ত পর্যালোচনার পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে দাবী-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে।

বিজ্ঞাপন

এই অবস্থায় ‘আমজনতার দল’-কে সংবিধান অনুযায়ী দ্রুত নিবন্ধন দিতে নির্বাচন কমিশনের প্রতি চাপ বেড়েছে, যা আগামী নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক দলের সমতুল্য অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD