‘এই সংবিধান রাখলে জুলাইযোদ্ধাদের ফাঁসি দেওয়া যাবে’

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সংবিধানের ধারা ৭(ক)-এর ব্যাখ্যা না হলে রাজনৈতিকভাবে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং চাইলে সরকার তাদের রাষ্ট্রদ্রোহিতার দণ্ড দিতে পারবে।
বিজ্ঞাপন
ফুয়াদ বলেন, “গণ-অভ্যুত্থানের পক্ষে কাজ করেছি, কমিশনের মিটিংয়ে গিয়েছি — এগুলোই সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের আওতায় আনে। যদি সংবিধানকে এমনভাবে বজায় রাখা হয়, চাইলে কয়েকদিনের মধ্যে আমাদের সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া সম্ভব।”
তিনি আরও বলেন, আগামী সংসদ যদি এই ধারা (বা এর ব্যাখ্যা) র্যাটিফাই না করে, তাহলে রাজনৈতিক বিরোধী দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া যাবে। এনসিপির সবাইকে ফাঁসি দিয়ে দেওয়াও সম্ভব, যদি এই সংবিধান আপনি রাখেন — এটাই বাস্তব ভয়াবহতা, তিনি যোগ করেন।
বিজ্ঞাপন
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘তাহলে জুলাই সনদের সাংবিধানিক স্ট্যাটাস দিতে হবে, সংবিধান এইটার মোতাবেক ব্যাখ্যা করতে হবে, এটা গুরুত্বপূর্ণ বেশি। এসব কারণে আমরা চাচ্ছি দ্রুত এই স্বীকৃতির বিষয়ে আমাদের একমত হতে হবে।’








