Logo

বিএনপি প্রার্থীদের বিপরীতে মাঠে জামায়াত-এনসিপির শীর্ষ নেতারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৫, ১৭:২০
8Shares
বিএনপি প্রার্থীদের বিপরীতে মাঠে জামায়াত-এনসিপির শীর্ষ নেতারা
ছবি: সংগৃহীত

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে জমে উঠেছে নির্বাচনি প্রস্তুতি। নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোট আয়োজনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে এবং রাজনৈতিক দলগুলো একে একে ঘোষণা দিচ্ছে নিজেদের প্রার্থী তালিকা।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামী সম্প্রতি ৩০০ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এরপর গত সোমবার বিএনপি ঘোষণা দিয়েছে ২৩৭ আসনের প্রার্থীর নাম।

অন্যদিকে, নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রায় ২০টির বেশি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। যদিও বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে আলোচনা চলমান, তবুও একাধিক আসনে এই দলগুলোর শীর্ষ নেতাদের মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির প্রভাবশালী নেতা এম এ কাইয়ুম এবং জামায়াতের অ্যাডভোকেট আতিকুর রহমানের বিরুদ্ধে।

অন্যদিকে, ঢাকা-৯ আসনে এনসিপির ডা. তাসনিম জারা লড়বেন জামায়াতের কবির আহমদের বিপক্ষে, যদিও বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি।

ঢাকা-১৮ আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিদ্বন্দ্বী হতে পারেন জামায়াতের আশরাফুল আলম। বিএনপির প্রার্থী এখনো অনিশ্চিত।

বিজ্ঞাপন

এছাড়া ঢাকা-১৫ আসনে হতে যাচ্ছে দুই শফিকের প্রতিদ্বন্দ্বিতা — জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বনাম বিএনপির যুবদল নেতা শফিকুল ইসলাম খান মিল্টন।

পঞ্চগড়-১ আসনে এনসিপির সারজিস আলম মুখোমুখি হবেন বিএনপির ব্যারিস্টার নওশাদ জমির এবং জামায়াতের অধ্যাপক ইকবাল হোসেনের সঙ্গে।

রংপুর-৪ আসনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন লড়বেন বিএনপির এমদাদুল হক ভরসা ও জামায়াতের এটিএম আজম খানের বিপক্ষে।

বিজ্ঞাপন

কুমিল্লা-৪ আসনে এনসিপির হাসনাত আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির অভিজ্ঞ রাজনীতিক ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ও জামায়াতের সাইফুল ইসলাম শহীদের সঙ্গে।

অন্যদিকে কুমিল্লা-১১ আসনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মুখোমুখি হবেন বিএনপির মোহাম্মদ কামরুল হুদার।

নরসিংদী-২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এর বিপরীতে থাকবেন এনসিপির সারোয়ার তুষার ও জামায়াতের মাওলানা আমজাদ হোসাইন।

বিজ্ঞাপন

খুলনা-৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এর মুখোমুখি হচ্ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসন দিনাজপুর, বগুড়া ও ফেনী থেকে প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে। তার প্রতি সম্মান জানিয়ে এনসিপি এসব আসনে কোনো প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে ঐসব আসনে জামায়াতের প্রার্থী থাকবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি, জামায়াত ও এনসিপি শেষ মুহূর্তে আসন সমঝোতায় পৌঁছাতে না পারলে একাধিক আসনে ত্রিমুখী ভোটযুদ্ধ দেখা দিতে পারে। এতে নির্বাচনের মাঠ আরও উত্তপ্ত হয়ে উঠবে, বিশেষ করে রাজধানী ঢাকা, কুমিল্লা, খুলনা ও রংপুর অঞ্চলে।

তবে এখনো নির্বাচন পর্যন্ত সময় রয়েছে, ফলে জোট রাজনীতির পালাবদল ঘটতে পারে। যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চিত্র পুরোপুরি বদলে দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD