যা বললেন মির্জা ফখরুল মনোনয়ন না পাওয়া নেতাদের উদ্দেশে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী তালিকা প্রকাশের পর কিছু জেলায় নেতা-কর্মীদের মধ্যে যে অসন্তোষ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা সংবাদে উঠে এসেছে। এই ধরনের পরিস্থিতিতে সাধারণত দলের পক্ষ থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুকে এ-সংক্রান্ত পোস্ট দেন মির্জা ফখরুল । ওই পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, ‘মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সব নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সঙ্গে থাকার জন্য।’
তিনি লিখেছেন, ‘আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে। অনেকেই তা জানে না। আমি যখন ১৯৮৭-তে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল। ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল। বুঝতে পারছিল কী ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে। আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে। মনে পড়ে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে। যাতে মেয়ের পাশে থাকতে পারি। গল্পগুলো অন্য কোনো দিন বলব, যদি আল্লাহ চান। এরকম গল্প আমাদের হাজার হাজার নেতাকর্মীর আছে। এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন।’
বিজ্ঞাপন
মনোনয়ন না পাওয়া নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল লিখেছেন, ‘যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।’
তিনি আরও লিখেছেন, ‘আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব। বিএনপির সেই যোগ্যতা আছে, দেশকে মর্যাদার সঙ্গে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। ইনশাআল্লাহ, আপনারা পাশে থেকেন। বাংলাদেশ জিন্দাবাদ।’








