Logo

এটিই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৫, ১৪:৩২
20Shares
এটিই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়ার পর আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই স্ট্যাটাস প্রকাশ করেন।

ফখরুল লিখেছেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং দলের সকল নেতা-নেত্রীকে ধন্যবাদ জানাই। এছাড়া দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা, যারা আজীবন আমার পাশে থেকেছেন।

বিজ্ঞাপন

তিনি নিজের রাজনৈতিক জীবন ও পরিবারের সঙ্গে অভিজ্ঞতার কিছু গল্পও তুলে ধরেন।

ফখরুল জানান, আমি ১৯৮৭ সালে রাজনীতিতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন আমার মেয়ে দুটো খুব ছোট ছিল এবং আমার স্ত্রী প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। আমি তাদের পাশে থাকার জন্য অনেক কষ্ট ভোগ করেছি।

মহাসচিব আরও বলেন, আমার বড় মেয়ের অপারেশনের সময় আমি সারারাত গাড়িতে ঢাকার পথে ছিলাম, যাতে তার পাশে থাকতে পারি। তখন আমি মসজিদে বসে প্রার্থনা করছিলাম। এরকম গল্প আমাদের হাজার নেতা-কর্মীর জীবনে আছে।

বিজ্ঞাপন

তিনি এ নির্বাচনের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রার শেষ জানিয়েছেন।

ফখরুল বলেন, এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা এবার মনোনয়ন পাননি, তাদেরকে বলছি বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা মিলেমিশে দলের জন্য কাজ করব।

বিজ্ঞাপন

মির্জা ফখরুলের এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে সমর্থকরা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও আত্মনিবেদনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD