প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ, মাঠ আর আগের মতো নেই।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই মন্তব্য প্রকাশ করেন।
আরও পড়ুন: এটিই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল
সারজিস আলম লিখেছেন, প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। মাঠ আর আগের মত নাই। আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মত মিলিয়ে নিয়েন।
বিজ্ঞাপন
তার মন্তব্যটি আসে সরকারের সাম্প্রতিক পদক্ষেপের প্রেক্ষাপটে। ৩ নভেম্বর আইন মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশিত গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী, নিবন্ধিত দলগুলো জোট করলেও নির্বাচনে তাদের নিজস্ব প্রতীকে ভোট দিতে হবে। অর্থাৎ জোটের সদস্য দল বড় দলের বা অন্য দলের প্রতীকে প্রার্থী মনোনীত করলে ভোটাররা সেই প্রতীকে ভোট দিতে পারবেন না।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিএনপির মনোনয়ন পেলেন যারা
এই অধ্যাদেশের প্রক্রিয়া চলাকালীন বিএনপি সংশোধনীয় ২০ অনুচ্ছেদ নিয়ে আপত্তি তোলে, কিন্তু জামায়াত ও এনসিপি তা বহাল রাখার দাবি জানায়। এর আগে, ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন পায়।
বিজ্ঞাপন









