Logo

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর উপকূলে সুনামির আঘাত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর, ২০২৫, ১৬:৪২
21Shares
জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর উপকূলে সুনামির আঘাত
ছবি: সংগৃহীত

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত হেনেছে। রবিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইওয়াতে প্রদেশের কাছাকাছি এলাকায় ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর এই সুনামি আঘাত করে।

বিজ্ঞাপন

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রথম ঢেউটি বিকেল ৫টা ৩৭ মিনিটে ইওয়াতের মিয়াকো উপকূলে পৌঁছায়। তবে সুনামির উচ্চতা খুব কম হওয়ায় তা পরিমাপ করা সম্ভব হয়নি। দুই মিনিটের ব্যবধানে ওফুনাতো উপকূলে প্রায় ১০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইওয়াতে উপকূলের কাছাকাছি সমুদ্র অঞ্চলে, স্থানীয় সময় বিকেল ৫টা ৩ মিনিটে। ভূমিকম্পের পরপরই ১ মিটার উচ্চতার সুনামির সম্ভাবনা জানিয়ে সতর্কতা জারি করে জেএমএ।

বিজ্ঞাপন

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮। জেএমএ আরও জানিয়েছে, মূল ভূমিকম্পের পর ৫ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৩ মাত্রার একাধিক পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে’র সরাসরি সম্প্রচারে উপকূলে শান্ত সমুদ্রের দৃশ্য দেখা গেলেও সতর্ক অবস্থায় রয়েছে উপকূলীয় বাসিন্দারা। এর আগে সকালেও একই এলাকায় ৪ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৮ মাত্রার কয়েকটি ভূমিকম্প হয়, তবে তখন সুনামি সতর্কতা জারি করা হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১১ সালে এই অঞ্চলেই ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামি জাপানকে বিপর্যস্ত করে দিয়েছিল। ওই দুর্যোগে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ প্রাণ হারান বা নিখোঁজ হন এবং ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিপর্যয় ঘটে।

প্রশান্ত মহাসাগরের চারটি টেকটোনিক ফলকের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রতি বছর দেশটিতে গড়ে দেড় হাজারের বেশি ভূমিকম্প হয়, যার বেশিরভাগই হালকা থেকে মাঝারি মাত্রার হয়ে থাকে।

সূত্র: এএফপি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD