Logo

ট্রাম্পের চোখ বন্ধ ছবি ঘিরে তোলপাড়, হোয়াইট হাউসের দাবি- ‘তিনি ঘুমাননি’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর, ২০২৫, ১৩:৫৪
35Shares
ট্রাম্পের চোখ বন্ধ ছবি ঘিরে তোলপাড়, হোয়াইট হাউসের দাবি- ‘তিনি ঘুমাননি’
ছবি: সংগৃহীত

ওভাল অফিসে এক ঘোষণার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ থাকা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে দাবি করছেন, দায়িত্ব পালনের মাঝেই ট্রাম্প ঘুমিয়ে পড়েছিলেন। তবে হোয়াইট হাউস এ অভিযোগ অস্বীকার করেছে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। ওজন কমানোর দুটি ওষুধের দাম কমানো সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে রেজলিউট ডেস্কের পেছনে বসেছিলেন ট্রাম্প। তার পাশে ছিলেন প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। ঠিক সেই মুহূর্তেই তোলা কিছু ভিডিও ও ছবিতে দেখা যায়—কখনো ট্রাম্প চোখ বন্ধ করছেন, আবার কখনো চোখ খোলা রাখতে চেষ্টা করছেন। এমনকি একসময় চোখে হাত ঘষতেও দেখা যায় তাকে।

ছবিগুলো ভাইরাল হতেই বিরোধীরা তোপ দাগে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের অফিস এক্স–এ ছবি শেয়ার করে মন্তব্য করে, “ঘুমকাতুরে ডন ফিরেছে।”

বিজ্ঞাপন

তবে প্রেস সচিব টেলর রজার্স এসব সমালোচনা নাকচ করে বলেছেন, “প্রেসিডেন্ট এক মুহূর্তও ঘুমাননি। তিনি বক্তৃতা দিয়েছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিয়েছেন। বরং গণমাধ্যম প্রকৃত সাফল্য ঢাকতে এমন তুচ্ছ বিষয় নিয়ে বিতর্ক তৈরি করছে।”

তিনি আরও দাবি করেন, ট্রাম্প প্রতিদিনই দীর্ঘ সময় বিভিন্ন বৈঠক, বক্তব্য ও ভ্রমণে ব্যস্ত থাকেন—যা তার কর্মক্ষমতা ও সহনশীলতার প্রমাণ।

সিএনএন জানিয়েছে, ঘটনার ঠিক আগের দিনই ট্রাম্প মায়ামিতে দীর্ঘ অর্থনৈতিক ভাষণ দেন এবং এর কয়েকদিন আগেই তিনি তিন এশীয় দেশ সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। ফলে ক্লান্তি দেখা যাওয়ার বিষয়টি অস্বাভাবিক নয়।

বিজ্ঞাপন

৭৯ বছর বয়সী ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে আগেও বিতর্ক হয়েছে। সম্প্রতি তিনি এমআরআই করিয়েছেন বলেও জানা গেছে, যদিও কারণ স্পষ্ট করেননি। তার পায়ে রক্ত জমে থাকার সমস্যাও রয়েছে, বলে জানিয়েছে হোয়াইট হাউস।

প্রশ্ন ওঠার বিষয়টি নতুন নয়। এর আগেও বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে ক্লান্ত অবস্থায় ক্যামেরায় ধরা পড়তে দেখা গেছে—এমনকি তরুণ বয়সে প্রেসিডেন্ট থাকা বারাক ওবামাকেও। উল্লেখযোগ্য হলো—২০১৯ সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প নিজেই জো বাইডেনকে “স্লিপি জো” বলে কটাক্ষ করেছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD