Logo

কড়া হুঁশিয়ারি আফগান মন্ত্রীর, পাকিস্তানের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর, ২০২৫, ২০:৪৪
9Shares
কড়া হুঁশিয়ারি আফগান মন্ত্রীর, পাকিস্তানের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা
ছবি: সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। এখন পর্যন্ত সীমান্তে গোলাগুলি শুরু না হলেও তুমুল কথার লড়াই চলছে দুই দেশের মধ্যে। এ অবস্থায় পাকিস্তান সরকারের উদ্দেশে কড়া এক হুঁশিয়ারি বার্তা দিয়েছেন আফগানিস্তানের উপজাতি ও সীমান্ত মন্ত্রী নুরুল্লাহ নুরি।

বিজ্ঞাপন

 বৃহস্পতিবার (০৬ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে নতুন করে বৈঠকে বসেন পাক-আফগান প্রতিনিধিরা। শুক্রবার (০৭ নভেম্বর) আলোচনা হয় তাদের মধ্যে। তবে, শনিবার (০৮ নভেম্বর) জানা যায় এই আলোচনা ব্যর্থ হয়ে গেছে। এতে আবারও নতুন করে যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে দুই দেশের মধ্যে।

এ অবস্থায় পাকিস্তান যদি আফগানিস্তানে কোনো হামলা চালায় এবং এর ফলে যদি যুদ্ধ বাঁধে তাহলে পাকিস্তানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন আফগানিস্তানের উপজাতি ও সীমান্ত মন্ত্রী নুরুল্লাহ নুরি। 

বিজ্ঞাপন

তিনি বলেছেন, আফগানদের ধৈর্য্যের পরীক্ষা নেবেন না। যদি যুদ্ধ বাঁধে আফগানিস্তানের বৃদ্ধ-যুবক; সবাই মাঠে নামবে।

এর আগে, আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, শান্তি আলোচনা নিয়ে পাকিস্তানের মধ্যে ‘সিরিয়াসনেসের অভাব’ রয়েছে। এছাড়া পাকিস্তানকে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আফগানিস্তানকে দায়ী করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন জাবিহুল্লাহ। তিনি বলেন, আল্লাহ ও সাধারণ মানুষের সহায়তায় আফগানিস্তান তার ভৌগলিক অখণ্ডতা অক্ষুন্ন রাখবে।

তালেবান সরকার জানিয়েছে, সর্বশেষ আলোচনা ব্যর্থ হলেও যুদ্ধবিরতি অক্ষুন্ন থাকবে। অলোচনা ব্যর্থ হওয়ার জন্য পাকিস্তানের ‘অসহযোগিতামূলক এবং দায়িত্বহীনতাকে’ দায়ী করেছেন তারা।

বিজ্ঞাপন

টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর (১৯ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসে দুই দেশের সরকার। এরপর ওইদিনই যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা।

আলোচনা ব্যর্থ হওয়ার দায় পাকিস্তানের ওপর দিয়ে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আলোচনার সময় পাকিস্তানি পক্ষ তাদের সব নিরাপত্তার দায় আফগানিস্তান সরকারের ওপর চাপাতে চেয়েছিল। অথচ, তারা নিজেদের এবং আফগানিস্তানের কোনো নিরাপত্তার দায়িত্ব নিতে ইচ্ছা দেখায়নি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পাকিস্তানের প্রতিনিধিদের অসহযোগিতামূলক এবং দায়িত্বহীন আচরণের কারণে আলোচনায় কোনো ফলাফল পাওয়া যায়নি। শনিবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউজ১৮।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD