Logo

ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যাচেষ্টার অভিযোগ, যা বলছে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর, ২০২৫, ১৭:৪০
31Shares
ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যাচেষ্টার অভিযোগ, যা বলছে ইরান
ছবি: সংগৃহীত

মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাত ক্রানজ-নেইগারকে হত্যার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে ইরান।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ নভেম্বর) আয়াতুল্লাহ আলি খামেনির দেশ এই দাবি তাত্ক্ষণিকভাবে মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করেছে। খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

ইরানি দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সংক্রান্ত প্রতিবেদনগুলো ইরান ও মেক্সিকোর বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তৈরি একটি মিথ্যাচার। ইরান এই ভিত্তিহীন অভিযোগগুলো স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।

বিজ্ঞাপন

দেশটি জোর দিয়ে বলেছে, আমরা কখনই আমাদের মেক্সিকান বন্ধুদের ভালো ভাবমূর্তি নষ্ট করব না। মেক্সিকোর স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা আমাদের নিজস্ব স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মতো হবে। মেক্সিকান আইনের প্রতি শ্রদ্ধা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

অপরদিকে ওয়াশিংটনের দাবি, এটি তেহরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের সংঘাতকে লাতিন আমেরিকায় সম্প্রসারিত করার সর্বশেষ প্রচেষ্টা।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্স ২০২৪ সালের শেষের দিকে এই পরিকল্পনা শুরু করে। তবে চলতি বছরের শুরুতেই মার্কিন গোয়েন্দারা ষড়যন্ত্রটি নস্যাৎ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ষড়যন্ত্রটি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে কোনো হুমকি নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, এটি ইরানের দীর্ঘ ইতিহাসের আরেকটি অধ্যায়— যেখানে তারা বিশ্বজুড়ে কূটনীতিক, সাংবাদিক, ভিন্নমতাবলম্বীসহ যে কোনো বিরোধীর বিরুদ্ধে প্রাণঘাতী হামলার চেষ্টা চালিয়ে আসছে। এটি প্রতিটি দেশের জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত, যেখানে ইরানের উপস্থিতি রয়েছে।

যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট প্রমাণ বা কীভাবে ষড়যন্ত্রটি ভেস্তে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD