Logo

ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে আরেক টাইফুন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর, ২০২৫, ১৭:০৬
24Shares
ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে আরেক টাইফুন
ছবি: সংগৃহীত

শক্তিশালী টাইফুন কালমায়েগির তাণ্ডবের রেশ কাটতে না কাটতেই আরেক টাইফুন ধেয়ে যাচ্ছে এবার ফিলিপাইনের দিকে। এর আগের সপ্তাহে কালমায়েগির আঘাতে দেশটিতে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন। এছাড়া বিভিন্ন জায়গায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও গাছপালা ভেঙে পড়ে। এরমধ্যেই ‘ফুং-অং’ নামে আরেকটি টাইফুন উপকূলের দিকে আসছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কালমায়েগি আঘাত হানার পর উদ্ধার অভিযান শুরু হয়েছিল সেটি আজ শনিবার (৮ নভেম্বর) থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার অভিযানের বদলে এখন হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার কাজ করা হচ্ছে।

উপকূলে আঘাত হানার আগে ‘ফুং-অং’ সুপার টাইফুনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিপাইনের এক আবহাওয়াবিদ জানিয়েছেন, নতুন টাইফুনটি আকারে এত বড় যে এটি পুরো ফিলিপাইনকে ঢেকে ফেলতে পারে।

বিজ্ঞাপন

উপকূল ও নিম্নাঞ্চলের মানুষকে নিরাপদে সরে যেতে এখন থেকেই আহ্বান জানানো হচ্ছে। তাদের জন্য জরুরি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

কালমায়েগির আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিবু প্রদেশ। শক্তিশালী এ ঝড়ের আঘাতে যারা মারা গেছেন তাদের মরদেহ সারি সারি কফিনে রাখা ছিল। শেষ বিদায় জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তাদের শোকার্ত পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

তবে ফিলিপাইনে এখনো প্রায় ১০০ মানুষ নিখোঁজ আছেন। ঝড় আঘাত হানার পর কয়েকদিন পেরিয়ে গেলেও তারা এখনো ফিরে আসেনি।

এছাড়াও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। তারা হয় সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। নয়ত অন্য আত্মীয়দের বাড়িতে উঠেছেন। সূত্র: আলজাজিরা

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD