চার বছর পর কাশ্মিরে ফিরে এল ১৫০ বছরের ‘দরবার মুভ’ প্রথা

চার বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে জম্মু ও কাশ্মিরের ঐতিহ্যবাহী ‘দরবার মুভ’ প্রথা। ১৮৭২ সালে মহারাজা গুলাব সিং চালু করা এই প্রথার মাধ্যমে গ্রীষ্মে শ্রীনগর এবং শীতে জম্মু থেকে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।
বিজ্ঞাপন
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, “দরবার মুভ বন্ধ করা ছিল জম্মুর মানুষের প্রতি অবিচার। এটি পুনরায় চালু করে আমরা আঞ্চলিক ভারসাম্য ফিরিয়েছি।”
২০২১ সালে অর্থনৈতিক যুক্তিতে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই প্রথা স্থগিত করেন, যা স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছিল। ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা এই পদক্ষেপকে শুধু প্রশাসনিক নয়, বরং সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে দেখেন।
বিজ্ঞাপন
সপ্তাহান্তে সরকারি নথি ও কর্মচারীদের সঙ্গে বিশাল বাসবহর শ্রীনগর থেকে জম্মু পৌঁছে শীতকালীন কার্যক্রম শুরু করেছে।








