যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার পৃথিবীকে ১৫০ বার ধ্বংসের সক্ষমতা রাখে দাবি ট্রাম্পের

রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে— এমন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হাতে এত বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে যে, তা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব।
বিজ্ঞাপন
রবিবার (০৩ নভেম্বর) সিএবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। ওই সাক্ষাৎকারে উপস্থাপিকা নোরা ও’ডনেল যখন বলেন, বর্তমানে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, তখনই ট্রাম্প পাল্টা জবাবে বলেন— “রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও চালাচ্ছে— কিন্তু তারা এসব নিয়ে কিছুই বলে না।”
ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশগুলো নিয়মিত পারমাণবিক পরীক্ষা করলেও প্রকাশ্যে তা স্বীকার করে না। তিনি বলেন, “আমরা একমাত্র দেশ যারা পরীক্ষা চালাচ্ছে না। আমি চাই না আমরা একা থাকি এই বিষয়ে।”
বিজ্ঞাপন
তিনি আরও মন্তব্য করেন, অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা অযৌক্তিক। ট্রাম্পের ভাষায়, “আপনি যদি অস্ত্র তৈরি করেন, কিন্তু পরীক্ষা না করেন— তাহলে কীভাবে জানবেন সেটা কাজ করছে কি না?”
প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা নিয়েও গর্ব প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের কাছে এমন শক্তি আছে, যা পৃথিবীর আর কোনো দেশের নেই। রাশিয়া আমাদের পরের স্থানে, আর চীন এখনো অনেক পিছিয়ে। তবে আগামী পাঁচ বছরের মধ্যে তারা কাছাকাছি চলে আসবে।”
আরও পড়ুন: ভারতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৯
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসন ৩০ বছরেরও বেশি সময় পর নতুন করে পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। তিনি মনে করেন, বিশ্বে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর পরীক্ষামূলক কার্যক্রমের মুখে যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয় থাকা ঠিক নয়।
ট্রাম্পের এই মন্তব্য প্রকাশের পর আন্তর্জাতিক মহলে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা নতুন করে আলোচনায় এসেছে।








