Logo

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নীল মসজিদ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ নভেম্বর, ২০২৫, ১২:৪০
15Shares
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নীল মসজিদ
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের ঐতিহাসিক মাজার-ই-শরীফের বিখ্যাত নীল মসজিদটি ভয়াবহ ভূমিকম্পে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে স্থানীয় সময় প্রায় ১টার দিকে ৬.৩ মাত্রার কম্পনে কেঁপে ওঠে অঞ্চলটি।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির অন্যতম স্থাপত্য নিদর্শন এই মসজিদটির কয়েকটি অংশ ধসে পড়েছে।

এই মসজিদটি ‘হযরত আলী (রা.)’-এর মাজার হিসেবে পরিচিত। যদিও ইতিহাসবিদদের মতে, খলিফা আলী (রা.) ইরাকের নাজাফে সমাহিত আছেন। কুফায় আততায়ীর হামলায় নিহত হওয়ার পর তাঁর মরদেহ নাজাফে দাফন করা হয় বলে ঐতিহাসিক দলিলসমূহে উল্লেখ আছে।

বিজ্ঞাপন

তবে আফগানিস্তানের স্থানীয়রা দাবি করেন, শত্রুর হাত থেকে মরদেহটি রক্ষার জন্য গোপনে খোরাসান অঞ্চলে (বর্তমান আফগানিস্তান) নিয়ে এসে বর্তমান মাজার-ই-শরীফে সমাহিত করা হয়। যদিও এই দাবির পক্ষে কোনো নিশ্চিত ঐতিহাসিক প্রমাণ মেলেনি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, নতুন এই ভূমিকম্পে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে তৎপর রয়েছেন।

বিজ্ঞাপন

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে একটি ছোট মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে সে মারাত্মকভাবে আহত।

মাজার-ই-শরীফের বাসিন্দা রাহিমা সিএনএনকে বলেন, “ভূমিকম্প শুরু হতেই ঘুম ভেঙে যায় আমাদের। সবাই চিৎকার করে বাইরে দৌড়াই। জীবনে এত শক্তিশালী কম্পন আগে কখনো অনুভব করিনি। আমার বাড়ি কংক্রিটের, তাই টিকে গেছে। কিন্তু যাদের ঘর মাটির, তারা কেমন আছে জানি না।”

বিজ্ঞাপন

সূত্র: সিএনএন, রয়টার্স

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD