Logo

পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করার মতো পারমাণবিক শক্তি আমাদের আছে: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ নভেম্বর, ২০২৫, ১১:০২
7Shares
পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করার মতো পারমাণবিক শক্তি আমাদের আছে: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও চীনও গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, যদিও তারা তা প্রকাশ্যে স্বীকার করছে না। তিনি আরও দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের হাতে এতই বড় পারমাণবিক ক্ষমতা আছে যে তা দিয়ে পৃথিবীকে একশো পঞ্চাশ বার পর্যন্ত উড়িয়ে দেওয়া যেতে পারে।

বিজ্ঞাপন

সিএবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। একই সাক্ষাৎকারের খবরটি সোমবার (৩ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ডও প্রকাশ করেছে। ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে — রাশিয়া করছে, চীনও করছে, কিন্তু তারা এসব নিয়ে কিছু বলে না। তিনি রবিবার সিএবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটস-এ বলেন, “রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও চালাচ্ছে— কিন্তু তারা এসব নিয়ে কিছু বলে না।”

সাক্ষাৎকারকালে উপস্থাপিকা নোরা ও’ডনেল উল্লেখ করলে যে বর্তমানে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে, ট্রাম্প তাৎক্ষণিকভাবে পাল্টা মন্তব্য করেন। মূলত কয়েক দিন আগে ট্রাম্প ৩০ বছরের বেশি সময় পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলেন।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, “অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে। আমরাই একমাত্র দেশ যারা এই পরীক্ষা করি না। আমি চাই না যে আমরা একমাত্র দেশ হয়ে থাকি যারা পরীক্ষা চালায় না।” তিনি যুক্তি দেন যে একটি অস্ত্র তৈরি করে সেটি পরীক্ষা না করা বাস্তবসম্মত নয় — “আপনি অস্ত্র বানালেন, কিন্তু পরীক্ষা করলেন না— তাহলে জানবেন কীভাবে এটা কাজ করে কিনা?” — এমন প্রশ্ন তুলেছেন ট্রাম্প।

তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি অত্যন্ত প্রবল: “আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে— যা আর কোনো দেশের নেই। রাশিয়া দ্বিতীয় স্থানে, আর চীন অনেক পিছিয়ে। তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছে যাবে।” তিনি যোগ করেন, “আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে, যা পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো। রাশিয়ারও অনেক আছে, আর চীনও দ্রুত এগোচ্ছে।”

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD