ফেসবুকের নতুন যে সেটিংস অন না করলে কমে যাবে রিচ ও মনিটাইজেশন সুযোগ

ফেসবুক এখন শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম নয়-এটি হয়ে উঠেছে লাখো কনটেন্ট ক্রিয়েটরের আয়ের প্ল্যাটফর্ম। অনেকেই প্রোফাইল বা পেজে Professional Mode অন করে ভিডিও, রিল ও ফটো পোস্টের মাধ্যমে ইনকাম করার চেষ্টা করছেন। কিন্তু অনেকেরই অভিযোগ, তাদের কনটেন্টে রিচ ও এনগেজমেন্ট কমছে, ফলোয়ারও বাড়ছে না।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞদের মতে, এর মূল কারণ হতে পারে একটি গুরুত্বপূর্ণ সেটিংস অফ থাকা। অনেকেই এই সেটিংসটির কথা জানেন না, অথচ এটি অন করলেই প্রোফাইল বা পেজ ফেসবুকের রিকমেন্ডেশনে বেশি দেখা যাবে।
কিভাবে সেটিংসটি অন করবেন:
১️. প্রথমে আপনার ফেসবুক অ্যাপ খুলুন এবং প্রোফাইল পিকচারে ক্লিক করে নিজের প্রোফাইল খুলুন।
বিজ্ঞাপন
২️. নিচে স্ক্রল করে About সেকশনটি খুলুন।
৩️.সেখানে পাবেন Profile Transparency নামে একটি অপশন- তাতে ক্লিক করুন।
বিজ্ঞাপন
৪️. এরপর Go to Ad Library অপশনে যান।
৫️. নতুন পেজে নিচে System Status অপশন পাবেন, যেখানে আপনার সব রিপোর্ট “Green Tick” দেখানো থাকা উচিত।
৬️. উপরে All ও All Ads নামের দুটি অপশন থাকবে- সেখান থেকে আপনার দেশ সিলেক্ট করে “Apply” দিন।
বিজ্ঞাপন
এই সেটিংসটি অন করলে ফেসবুক আপনার কনটেন্ট সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারবে, ফলে রিচ ও এনগেজমেন্ট দুটোই বাড়বে।
কেন এটি জরুরি
বর্তমানে অনেকেই ফেসবুক মনিটাইজেশনের invite-only বা waitlist পর্যায়ে আছেন। ফেসবুক জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই তারা আরও বেশি ক্রিয়েটরকে মনিটাইজেশন সুবিধার আওতায় আনবে। তাই এখন থেকেই প্রোফাইল অপটিমাইজ করে কনটেন্ট আপলোডে ধারাবাহিক থাকতে হবে।
বিজ্ঞাপন
একজন কনটেন্ট ক্রিয়েটর নিয়মিতভাবে যদি ভিডিও, রিল ও ফটো আপলোড করেন এবং এই সেটিংসগুলো ঠিকভাবে অন রাখেন, তাহলে তার রিচ উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি হবে।
ফেসবুকের এই নতুন আপডেটের সুযোগ কাজে লাগিয়ে নিজের প্রোফাইল থেকেই আয় শুরু করতে পারেন আপনিও!
বিজ্ঞাপন
স্মরণ রাখুন:
শুধু সেটিংস অন করলেই হবে না- ধারাবাহিকভাবে কনটেন্ট তৈরি করলেই আসবে সাফল্য।








