Logo

৪ কোটি ব্যবহারকারী ছাড়াল ব্লুস্কাই, আসছে ‘ডিসলাইক’ বাটন

profile picture
জনবাণী ডেস্ক
১ নভেম্বর, ২০২৫, ১২:৩৫
13Shares
৪ কোটি ব্যবহারকারী ছাড়াল ব্লুস্কাই, আসছে ‘ডিসলাইক’ বাটন
ফাইল ছবি।

টুইটারের বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ছাড়িয়েছে। একই সঙ্গে প্ল্যাটফর্মটি জানিয়েছে, শিগগিরই পরীক্ষামূলকভাবে চালু করা হবে ‘ডিসলাইক’ বাটন—যা ব্যবহারকারীর ফিডকে আরও ব্যক্তিগতকরণে সাহায্য করবে।

বিজ্ঞাপন

ব্লুস্কাই জানিয়েছে, কোনো পোস্টে ডিসলাইক দেওয়া হলে অ্যালগরিদম বুঝে নেবে যে ওই ধরনের কনটেন্ট ব্যবহারকারী দেখতে চান না। ফলে ভবিষ্যতে সেই ধরনের পোস্ট কম দেখানো হবে। শুধু প্রধান ফিড নয়, মন্তব্য বা রিপ্লাইয়ের ক্রমেও এই প্রভাব পড়বে।

প্রতিষ্ঠানটির দাবি, এই উদ্যোগের লক্ষ্য ব্লুস্কাইকে আরও ‘মজার, খোলামেলা ও সম্মানজনক আলোচনার জায়গা’ হিসেবে গড়ে তোলা।

ডিসলাইক বাটনের পাশাপাশি প্ল্যাটফর্মে আসছে আরও কিছু আলোচনা নিয়ন্ত্রণ ও কনটেন্ট ফিল্টারিং ফিচার। নতুন সংযোজনগুলোর মধ্যে রয়েছে উন্নত রিপ্লাই কন্ট্রোল, টক্সিক মন্তব্য শনাক্তে উন্নত মডেল, ফিড সাজানোর নতুন অ্যালগরিদম ও ইন্টারফেসে কিছু পরিবর্তন।

বিজ্ঞাপন

এ ছাড়া যুক্ত হয়েছে ‘মিউটেড ওয়ার্ডস’, কনটেন্ট ফিল্টার, ব্লক লিস্ট এবং অন্য ব্যবহারকারীর তৈরি মডারেশন সার্ভিসে সাবস্ক্রাইবের সুবিধা।

প্ল্যাটফর্মটির নতুন অ্যালগরিদমে যুক্ত হয়েছে ‘সোশ্যাল নেইবারহুড’ ধারণা—যেখানে ব্যবহারকারীর সঙ্গে বেশি যোগাযোগ থাকা ব্যক্তিদের মন্তব্য ও রিপ্লাই অগ্রাধিকার পাবে। ফলে ফিডের আলোচনাগুলো আরও প্রাসঙ্গিক ও পরিচিত হবে বলে আশা করছে কোম্পানি।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, এই আপডেট সরাসরি মেটার থ্রেডস–এর দুর্বলতা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্প্রতি মডারেশন নীতিমালা নিয়ে সমালোচনার জবাবে ব্লুস্কাই জানিয়েছে, তারা নিষেধাজ্ঞার পরিবর্তে ব্যবহারকারীদেরই নিয়ন্ত্রণের ক্ষমতা দিতে চায়—যাতে প্রত্যেকে নিজের অভিজ্ঞতা নিজের মতো করে গড়ে নিতে পারেন।

বিজ্ঞাপন

৪ কোটি ব্যবহারকারীর মাইলফলক পেরিয়ে ব্লুস্কাই এখন আর শুধু টুইটার (এক্স)-এর বিকল্প নয়, বরং নিজস্ব সংস্কৃতি ও অভিজ্ঞতার এক নতুন সামাজিক মাধ্যম হয়ে উঠছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD