Logo

বিদেশ থেকে আনা ফোন রেজিস্ট্রেশন করা যাবে যেভাবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, ১৪:৩৭
43Shares
বিদেশ থেকে আনা ফোন রেজিস্ট্রেশন করা যাবে যেভাবে
ফাইল ছবি।

সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশের টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধের উদ্দেশ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু করছে। নতুন এই ব্যবস্থা কার্যকর হলে দেশের নেটওয়ার্কে নিবন্ধনহীন বা আনঅফিসিয়াল সব মোবাইল সেট বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞাপন

কীভাবে কাজ করবে নতুন সিস্টেম?

নতুন সিস্টেমে প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমইআই নম্বর ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করা হবে। ফলে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

এখন অনেকেই ভাবছেন দেশ থেকে কেনার পর না হয় রেজিস্ট্রেশন করা গেলো, কিন্তু বিদেশ থেকে আনা কিংবা উপহারের ফোনের কী হবে। তাহলে কি আর বিদেশ থেকে ফোন আনা যাবে না কিংবা এসব ফোন ব্যবহার করা যাবে না? 

এই প্রশ্নের সহজ উত্তর হলো, বিদেশ থেকে ফোন আনা যাবে; ব্যবহারও করা যাবে। বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয় বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল হবে এবং এসএমএস এর মাধ্যমে পরবর্তী ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্যাদি দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। দাখিলকৃত তথ্যাদি যাচাই-বাছাই করে শুধু বৈধ হ্যান্ডসেট নিবন্ধনের মাধ্যমে নেটওয়ার্কে সচল করা হবে।

বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে দেশের নেটওয়ার্কে পূর্বে ব্যবহৃত ব্যক্তিগত ১টি মোবাইল হ্যান্ডসেট বাদে সর্বোচ্চ ১টি হ্যান্ডসেট বিনা শুল্কে এবং শুল্ক প্রদান সাপেক্ষে আরও ১টি মোবাইল হ্যান্ডসেট আনতে পারবে।

বিজ্ঞাপন

আসুন জেনে নেওয়া যাক বিদেশ থেকে ক্রয়কৃত বা উপহারপ্রাপ্ত মোবাইল হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করার পদ্ধতি-

ধাপ-১: neir.btrc.gov.bd লিংকে ভিজিট করে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন।

বিজ্ঞাপন

ধাপ-২: পোর্টালের ‘স্পেশাল রেজিস্ট্রেশন’ সেকশনে গিয়ে মোবাইল হ্যান্ডসেট এর আইএমইআই(IMEI) নম্বরটি দিন।

ধাপ-৩: প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি/স্ক্যান কপি (পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করুন এবং সাবমিট বাটন-টি প্রেস করুন।

ধাপ-৪: হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। হ্যান্ডসেটটি বৈধ না হলে এসএমএস এর মাধ্যমে গ্রাহককে অবহিত করে নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা হবে।

বিজ্ঞাপন

এছাড়া, মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও বর্ণিত সেবা গ্রহণ করা যাবে।

স্পেশাল রেজিস্ট্রেশনের জন্য কী কী কাগজপত্র লাগবে দেখে নিন-

প্রয়োজনীয় কাগজপত্র:

বিজ্ঞাপন

ফোন ক্রয়কৃত হলে:

  • পাসপোর্টে ব্যক্তিগত তথ্যের পাতার স্ক্যান/ছবি

  • পাসপোর্টে ইমিগ্রেশন কর্তৃক প্রদত্ত আগমনের সিল সম্বলিত পাতার স্ক্যান/ছবি

  • বিজ্ঞাপন

  • ক্রয় রশিদ

  • কাস্টমস শুল্ক পরিশোধ সংক্রান্ত প্রমাণপত্র (১টির বেশি হলে)

  • ফোন উপহারপ্রাপ্ত হলে:

    বিজ্ঞাপন

    • পাসপোর্টে ব্যক্তিগত তথ্যের পাতার স্ক্যান/ছবি

  • পাসপোর্টে ইমিগ্রেশন কর্তৃক প্রদত্ত আগমনের সিল সম্বলিত পাতার স্ক্যান/ছবি

  • কাস্টমস শুল্ক পরিশোধের প্রমাণপত্র (১টির বেশি হলে)

  • বিজ্ঞাপন

  • ক্রয় রশিদ

  • উপহার প্রদানকারীর প্রত্যয়পত্র (শুধু উপহার প্রাপ্তির ক্ষেত্রে)

  • বিজ্ঞাপন

    ফোন এয়ারমেইলে প্রাপ্ত হলে:

    • প্রেরকের পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র স্ক্যান/ছবি (যথাযথ ক্ষেত্রে)

  • প্রাপকের জাতীয় পরিচয়পত্র স্ক্যান/ছবি

  • ক্রয় রশিদ

  • শুল্ক প্রদানের রশিদ (১টির বেশি হলে)

  • মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে ও এই সেবা গ্রহণ করা সম্ভব।

    এই নতুন উদ্যোগের মাধ্যমে সরকার টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ ফোন ব্যবহার রোধ ও বৈধ হ্যান্ডসেট শনাক্তকরণে সক্ষম হবে।

    জেবি/এসডি
    Logo

    সম্পাদক ও প্রকাশকঃ

    মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

    ফোনঃ 02-44615293

    ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

    জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

    Developed by: AB Infotech LTD