Logo

ভদ্ররা চুপ হয়ে যায়, অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই: প্রভা

profile picture
বিনোদন প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ২১:২৫
12Shares
ভদ্ররা চুপ হয়ে যায়, অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই: প্রভা
ছবি: সংগৃহীত

একটা সময় ছোট পর্দায় জনপ্রিয় ছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এখন নিয়মিত অভিনয়ে দেখা যায় না তাকে। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব প্রভা।

বিজ্ঞাপন

প্রভা এই জবাবের মাধ্যমে মানুষের ভদ্রতা এবং অভদ্রতার মধ্যকার পার্থক্য তুলে ধরেছেন এবং ভদ্র ব্যক্তিদের নীরবতাকে দুর্বলতা হিসেবে না দেখার বার্তা দিয়েছেন।

শনিবার (০৯ নভেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে ভদ্র-অভদ্রতার বৈশিষ্ট্য নিয়ে কথা বলেন। ওই পোস্টে প্রভা লেখেন, যে ভদ্র সে, ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই!

বিজ্ঞাপন

প্রভার দেওয়া এমন পোস্ট অনুরাগীদের মাঝে বেশ প্রভাব ফেলেছে। হাজারের ওপর রিয়াকশন ছাড়াও কয়েকশো মন্তব্য দেখা গেছে। মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্তরাই অভিনেত্রীর সঙ্গে একমত পোষণ করেছেন। 

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন এই অভিনেত্রী। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে চলতি বছর একসঙ্গে দুটি সিনেমার খবর জানান প্রভা। একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’। অন্যটি ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে এ নিয়েই ব্যস্ত আছেন অভিনেত্রী।

ভদ্র ব্যক্তিরা: তাদের ভদ্রতা ও সৌজন্যবোধের কারণে অনেক সময় বিতর্ক বা তর্কে না গিয়ে চুপচাপ থাকেন।

অভদ্র বা অমার্জিত ব্যক্তিরা:এই চুপ থাকাকে ভুলভাবে ব্যাখ্যা করেন। তারা মনে করেন যে ভদ্র মানুষটির হয়তো জবাব দেওয়ার মতো কোনো যুক্তি বা ক্ষমতা নেই, তাই তিনি চুপ করে আছেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD