Logo

দাড়িওয়ালা ব্যাটম্যান দেখে ভক্তদের তুমুল আলোচনা

profile picture
বিনোদন ডেস্ক
৯ নভেম্বর, ২০২৫, ২০:০৬
8Shares
দাড়িওয়ালা ব্যাটম্যান দেখে ভক্তদের তুমুল আলোচনা
ছবি: সংগৃহীত

ডিসি ইউনিভার্সের সবচেয়ে জনপ্রিয় সুপারহিরোদের একজন ব্যাটম্যানকে এবার দেখা যাচ্ছে একেবারে নতুন রূপে - মুখভর্তি ঘন দাড়ি নিয়ে! ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশনের নতুন সিরিজ ‘ব্যাট-ফ্যাম’-এর প্রথম অফিসিয়াল প্রচারণা প্রকাশের পর থেকেই এই চেহারা নিয়ে শুরু হয়েছে ভক্তদের মধ্যে তুমুল আলোচনা। খবর দ্য ডাইরেক্টের।

বিজ্ঞাপন

সাধারণত ব্যাটম্যানকে সবসময়ই ক্লিন-শেভ করা মুখে দেখা যায়, কিন্তু নতুন এই অ্যানিমেটেড সিরিজে ব্রুস ওয়েইন (ব্যাটম্যান) তার মুখে ঘন দাড়ি রেখেই অপরাধ দমন করছে। সামনের দিক থেকে দেখলে দাড়ি তার প্রায় পুরো মুখ ঢেকে রাখে, যদিও মুখোশ ও দাড়ির মাঝখানে একফালি ত্বক দেখা যায়। পাশ থেকে দেখলে বোঝা যায়, গাঢ় রঙের এই দাড়ি তার নতুন স্যুটের চেয়ে অনেকটা কালো, আর থুতনির অংশ খোলা রাখা হয়েছে।

স্যুট ছাড়া অবস্থায় ব্রুসের দাড়িওয়ালা লুক কিছুটা স্বাভাবিক দেখায়, কারণ এটি তার মুখের কাঠামোর সঙ্গে মানিয়ে যায়। সিরিজটির হালকা, মজার টোনের কারণে এই পরিবর্তনকে অনেক দর্শক গ্রহণযোগ্য মনে করছেন, যদিও ব্যাটম্যানের ক্লাসিক লুকের সঙ্গে এটি একেবারে আলাদা।

বিজ্ঞাপন

লাইভ-অ্যাকশন চলচ্চিত্রেও কিছু ক্ষেত্রে দাড়িওয়ালা ব্রুস ওয়েইন দেখা গেছে। জাস্টিস লিগ (২০১৭) ও জ্যাক স্নাইডারস জাস্টিস লিগ (২০২১)-এ বেন অ্যাফ্লেকের ব্যাটম্যানকে আইসল্যান্ডের এক গ্রামে যাওয়ার সময় ঘন দাড়িসহ দেখা যায়। আবার দ্য ডার্ক নাইট রাইসেস (২০১২)-এ ক্রিশ্চিয়ান বেলের ব্রুস ওয়েইন বন্দী অবস্থায় থাকায় দাড়ি গজিয়ে ফেলে।

দ্য ফ্ল্যাস (২০২৩)-এ মাইকেল কিটনের অবসরপ্রাপ্ত ব্যাটম্যানকেও দেখা গেছে সাদা, লম্বা দাড়িতে।

বিজ্ঞাপন

তবে এটাই প্রথম নয় যে ব্যাটম্যানকে দাড়িসহ দেখা গেল। ১৯৯১ সালের কমিকস লেজেন্ডস অব দ্য ডার্ক নাইট: ভেনম -এ তাকে সাময়িকভাবে দাড়িসহ দেখা গিয়েছিল, যখন সে একটি বিপজ্জনক ওষুধ থেকে নিজেকে মুক্ত করছিল।

নতুন সিরিজ ‘ব্যাট-ফ্যাম’-এ ব্রুস ওয়েইনসহ পুরো ব্যাট-ফ্যামিলির সদস্যদের দেখা যাবে একসঙ্গে। এতে কণ্ঠ দিয়েছেন লিউক উইলসন, ইয়োনাস কিব্রিয়াব, জেমস ক্রমওয়েল এবং ববি ময়নিহান। সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে ১০ নভেম্বর থেকে স্ট্রিমিং শুরু হবে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

দাড়িওয়ালা ব্যাটম্যান দেখে ভক্তদের তুমুল আলোচনা