শাহরুখের ‘কিং’ হতে পারে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা

শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বর্তমানে বলিউডে সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি। বিশাল অঙ্কের বাজেট, আন্তর্জাতিক অ্যাকশন ইউনিট এবং জাঁকজমকপূর্ণ প্রযোজনা—সব মিলিয়ে ছবিটিকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমার তালিকায় তোলার প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, ছবিটির পরিচালনায় রয়েছেন ‘পাঠান’ ও ‘ওয়ার’ নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। শুরুতে ছবিটির বাজেট ধরা হয়েছিল প্রায় ১৫০ কোটি রুপি। তবে চিত্রনাট্যের পরিধি বাড়ানো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ভিএফএক্স ও অ্যাকশন দৃশ্যগুলোর কারণে চূড়ান্ত বাজেট গড়িয়ে গেছে প্রায় ৩৫০ কোটি রুপিতে। উল্লেখযোগ্য বিষয় হলো—এখনও এর সঙ্গে প্রচারণার ব্যয় ধরা হয়নি।
আরও পড়ুন: পরীমণি ফিটনেস ধরে রাখার রহস্য জানালেন
প্রকল্পটি প্রথমে মাঝারি আকারের থ্রিলার হিসেবে পরিচালক সুজয় ঘোষ হাতে নিয়েছিলেন। পরবর্তীতে সিদ্ধার্থ আনন্দ যুক্ত হলে ছবির পরিকল্পনা বড় হয়ে যায় এবং শাহরুখের চরিত্রকে কেন্দ্র করে বিশেষ ধাঁচের অ্যাকশন ইউনিভার্স তৈরি করা হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, ‘কিং’ ছবিতে থাকবে ছয়টি বিশাল অ্যাকশন সিকোয়েন্স—যার তিনটি শ্যুট হবে আন্তর্জাতিক লোকেশনে এবং তিনটি তৈরি হবে বিশেষভাবে নির্মিত সেটে। শাহরুখের প্রথম আবির্ভাব দৃশ্যটি নিয়েই ব্যয় হচ্ছে বড় অংশের বাজেট, যা নির্মাতারা ছবির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে রাখছেন।
গৌরী খান ও মমতা আনন্দের সঙ্গে শাহরুখ নিজেও প্রযোজনায় যুক্ত রয়েছেন। ছবিটি ২০২৬ সালে মুক্তি পেতে পারে।
বিজ্ঞাপন
চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা, এটি শাহরুখের ক্যারিয়ারে বড় ধরনের মাইলফলক হয়ে উঠতে পারে এবং বক্স অফিসে ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনাও বেশ শক্তিশালী।








