শাহরুখ খানের ছয় দশক পূর্ণ, ভালোবাসায় ভাসছে মান্নাত

তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করছেন বলিউডের একমাত্র ‘বাদশাহ’ শাহরুখ খান। প্রেম, আবেগ, অ্যাকশন, সব ঘরানার চরিত্রে নিজের অদ্ভুত মাধুর্য ও অভিনয় দক্ষতায় তিনি হয়ে উঠেছেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি।
বিজ্ঞাপন
রবিবার (২ নভেম্বর) এই বিশ্বতারকার জন্মদিন। বয়সে পা রাখলেন ৬০-এ, কিন্তু তার তারুণ্য, প্রাণশক্তি আর জনপ্রিয়তা যেন এখনো ৩০-এর ঘরে আটকে আছে।
১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লিতে জন্ম নেন শাহরুখ খান। ছোটবেলা থেকেই মঞ্চ আর অভিনয়ের প্রতি ছিল গভীর টান। দিল্লি ইউনিভার্সিটির হংসরাজ কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করলেও মন ছিল অভিনয়ে। ছাত্রজীবনেই শুরু হয় থিয়েটারে কাজ। সেই পথেই টেলিভিশনে অভিষেক ঘটে ‘ফৌজি’ ও ‘সার্কাস’ ধারাবাহিকে।
বিজ্ঞাপন
১৯৯২ সালে মুক্তি পায় তার প্রথম বলিউড চলচ্চিত্র দিওয়ানা, যা দিয়ে শুরু হয় ইতিহাস। প্রথম ছবিতেই ঝড় তোলা এই অভিনেতা পরবর্তী তিন দশকে একের পর এক ব্লকবাস্টার উপহার দেন ভারতীয় সিনেমাকে।
‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’-এর রাজ কিংবা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর রাহুল—শাহরুখ খানের চরিত্রগুলো আজও ভারতীয় প্রেমের প্রতীক। বাজিগর, দেবদাস, দিল তো পাগল হ্যায়, ভীর-জারা, প্রত্যেকটি ছবিতে তিনি প্রেম, বেদনা আর আবেগকে পর্দায় জীবন্ত করে তুলেছেন।
অন্যদিকে ডর-এর অ্যান্টিহিরো বা ডন সিরিজ, পাঠান, জওয়ান, এই ছবিগুলো প্রমাণ করেছে, শাহরুখ শুধু রোমান্স নয়, অ্যাকশনেও সমান দাপট দেখাতে পারেন।
বিজ্ঞাপন
কাজল, মাধুরী দীক্ষিত, রানী মুখার্জি, জুহি চাওলা, দীপিকা পাডুকোন, আনুশকা শর্মা, সব প্রজন্মের অভিনেত্রীর সঙ্গেই শাহরুখের পর্দার রসায়ন অনন্য। একেক জুটিতে দর্শক পেয়েছেন নতুন প্রেমকাহিনি, নতুন রূপকথা।
যশ চোপড়া, করণ জোহর, সঞ্জয়লীলা বানসালি থেকে রাজকুমার হিরানী—বলিউডের শীর্ষ পরিচালকদের প্রিয় মুখ শাহরুখ। তাদের সঙ্গে কাজ করে উপহার দিয়েছেন অগণিত হিট ছবি। তবে তার সাফল্যের পেছনে পরিবারের অবদানও কম নয়। স্ত্রী গৌরি খান, তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রাম, তাদের নিয়েই তার পৃথিবী। নিজের ভাষায়, “আমার সবচেয়ে বড় অর্জন আমার পরিবার।”
বিজ্ঞাপন
শুধু সিনেমায় নয়, বাস্তব জীবনেও শাহরুখ খান এক মানবিক তারকা। তার ফাউন্ডেশন নিয়মিতভাবে ক্যান্সার রোগী, দরিদ্র শিশু ও প্রান্তিক মানুষের পাশে থাকে। প্রতি বছর জন্মদিনে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি সমাজের জন্যও করেন নানা উদ্যোগ।
শুধু ভারতে নয়, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, সবখানেই শাহরুখের বিশাল ফ্যানবেস। তার মুম্বাইয়ের বাড়ি মান্নাত এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। জন্মদিনের দিন হাজারো ভক্ত সেখানে জড়ো হন প্রিয় নায়কের এক ঝলক দেখার আশায়।
৬০ বছরে পা দিলেও শাহরুখের প্রাণশক্তি, পরিশ্রম আর তারকাত্ব যেন সময়ের সীমা মানে না। বিনয়, মেধা আর মানবিকতায় তিনি এক অনন্য উদাহরণ। বিতর্ক, সমালোচনা, সবকিছুকে পেছনে ফেলে এখনো তিনি বলিউডের চূড়ায়।








