‘পেড্ডি’ তে রাম চরণের বিপরীতে জাহ্নবী কাপুর

আসছে ‘পেড্ডি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন রাম চরণ ও জাহ্নবী কাপুর। স্পোর্টস-অ্যাকশন ঘরানার এই চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৭ মার্চ। এর আগে সিনেমার টিজারের মাধ্যমে রাম চরণের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছিল। এবার নির্মাতা প্রকাশ করেছেন জাহ্নবী কাপুরের চরিত্র ‘আচিয়াম্মা’র প্রথম ঝলক।
বিজ্ঞাপন
এ বিষয়ে নির্মাতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমাদের ‘পেড্ডি’র ভালোবাসা, যার আগুনে ভরা মনোভাব। পরিচয় করিয়ে দিচ্ছি অপরূপা জাহ্নবী কাপুরকে ‘আচিয়াম্মা’ রূপে। ‘পেড্ডি’ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ২৭ মার্চ, ২০২৬ সালে।
এদিকে সিনেমার টিম দুটি নতুন পোস্টারও প্রকাশ করেছে, যেখানে জাহ্নবীকে প্রাণবন্ত, দুষ্টু-চঞ্চল গ্রামীণ চরিত্রে দেখা গেছে। রাম চরণ অভিনীত সিনেমায় জাহ্নবীর গ্রামীণ সাজে উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে।
বিজ্ঞাপন
এই ছবি জাহ্নবী কাপুরের দ্বিতীয় তেলুগু প্রজেক্ট, এর আগে তিনি জুনিয়র এনটিআরের সঙ্গে ‘দেভারা: পার্ট ১’ সিনেমার মাধ্যমে তেলুগু ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেছিলেন।
‘পেড্ডি’-র কাহিনি আবর্তিত হয়েছে এক গ্রামীণ ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে। সিনেমায় রাম চরণের সঙ্গে দেখা যাবে শিবা রাজকুমার, দিব্যেন্দু শর্মা, জগপতি বাবুসহ আরও অনেকে। এটি পরিচালনা করছেন বুচি বাবু সানা।
সম্প্রতি রাম চরণ ও জাহ্নবী শুটিংয়ের জন্য শ্রীলঙ্কা গেছেন, যেখানে সিনেমার একটি গান ধারণ করা হচ্ছে। এ আর রহমানের সুরে নির্মিত এই গান মুক্তির পর হিট হবে বলেই আশা করা হচ্ছে। এর আগে রাম চরণ নিজেই জানিয়েছেন, সিনেমার প্রথম গান খুব শিগগিরই প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমার প্রায় ৬০ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং প্রথম অংশের এডিটও সম্পন্ন হয়েছে।
‘পেড্ডি’ শেষ করেই রাম চরণ কাজ শুরু করবেন পরিচালক সুকুমারের পরবর্তী সিনেমা ‘আরসি১৭’-এ, যা তাদের দ্বিতীয় প্রজেক্ট হবে ‘রঙ্গস্থলম’-এর পর। জানা গেছে, সুকুমার বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া প্রস্তুত করছেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, জাহ্নবী কাপুর সবশেষ অভিনয় করেছিলেন ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ সিনেমায়, যেখানে তার সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ান, সান্যা মালহোত্রা এবং রোহিত সরাফ। শশাঙ্ক খৈতান পরিচালিত ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল দর্শক-সমালোচকদের কাছ থেকে।








