Logo

হ্যালোইনে ফিরে এলো কোল্ডপ্লের সেই ভাইরাল দৃশ্য!

profile picture
বিনোদন ডেস্ক
১ নভেম্বর, ২০২৫, ১৬:৪৭
79Shares
হ্যালোইনে ফিরে এলো কোল্ডপ্লের সেই ভাইরাল দৃশ্য!
ছবি: সংগৃহীত

ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে কনসার্টে অ্যাস্ট্রোনমার-এর প্রাক্তন সিইও অ্যান্ডি বায়রন এবং এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবট-কে নিয়ে যে তুমুল বিতর্ক শুরু হয়েছিল, তা হয়তো অনেকেই ভুলে যাচ্ছিলেন। কিন্তু এবারের হ্যালোইন উৎসবের মধ্য দিয়ে সেই দুই সহকর্মীর আলিঙ্গন ফের উঠে এল আলোচনায়!

বিজ্ঞাপন

মার্টিনের এই ছোট্ট রসিকতাই কাল হলো। সেই অস্বস্তিকর দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। অনলাইনে শুরু হলো জল্পনা ও সমালোচনার ঝড়। সেই ঝড় এতটাই শক্তিশালী ছিল যে, শেষমেশ তাদের কর্মজীবনেও এর প্রভাব পড়ে, অভিযোগ ওঠে পরকীয়ারও। এবার হ্যালোইন উৎসবের মাধ্যমে ফের এটি চলে এল আলোচনায়।

গত জুলাই মাসে কোল্ডপ্লের কনসার্টে গান চলছিল। হঠাৎ করেই তখন কিস ক্যাম-এর আলো এসে পড়ে দর্শকাসনে থাকা আলিঙ্গনরত বায়রন ও ক্যাবটের ওপর। আচমকা এমনটা হওয়ায় সহকর্মী হিসেবে স্বাভাবিকভাবেই অপ্রস্তুত হয়ে পড়েন তারা।

বিজ্ঞাপন

তাদের এই অস্বস্তি দেখেই মঞ্চ থেকে ক্রিস মার্টিন রসিকতাও করেন। বলেছিলেন, হয় তারা সম্পর্কে আছেন, নয়তো তারা শুধু খুব লাজুক।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD