Logo

শ্রীনগরে ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ উপলক্ষে অগ্নিনির্বাপণ মহড়া

profile picture
উপজেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
৯ নভেম্বর, ২০২৫, ১৬:৫১
36Shares
শ্রীনগরে ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ উপলক্ষে অগ্নিনির্বাপণ মহড়া
ছবি প্রতিনিধি।

মুন্সিগঞ্জের শ্রীনগরে ভিডিপি’র চলমান মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে দুর্যোগকালীন প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার ড্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার কোলাপাড়া ইউনিয়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ফায়ার ড্রিলের আয়োজন করে। এতে অংশ নেন ভিডিপি’র প্রশিক্ষণার্থী শতাধিক নারী-পুরুষ।

প্রশিক্ষণে ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগকালীন সময়ে করণীয় বিষয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দুর্যোগের সময় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ, নিরাপদ স্থানে আশ্রয় এবং আগুন লাগলে প্রাথমিকভাবে করণীয় সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা ফারজানা আক্তার, শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, আনসার সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রবিবার সকালে উপজেলার কোলাপাড়া ইউনিয়ন অনুষ্ঠিত ভিডিপি’র চলমান প্রশিক্ষণের অংশ হিসেবে প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট দুর্যোগ সম্পর্কে করনীয় সমন্ধে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২ নভেম্বর শ্রীনগর উপজেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে ভিডিপি’র চলমান প্রশিক্ষণ উপজেলার কোলাপাড়া ইউনিয়নে শুরু হয়। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ চলমান থাকবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD