কমলগঞ্জে চা শ্রমিকদের সঙ্গে সাবেক মেয়র মহসিনের মতবিনিময়

মৌলভীবাজারের কমলগঞ্জে চা জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।
বিজ্ঞাপন
রবিবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রী গোবিন্দপুর চা বাগান মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. মহসিন মিয়া মধু বলেন, চা বাগানের মালিক ও শ্রমিক এক পরিবার। আমি চাই শান্তি, সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবে মৌলভীবাজার-৪ আসনে নির্বাচন করতে। চা শিল্প টিকিয়ে রাখতে হলে শ্রমিক-মালিক সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ বা চোরাকারবারি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন চা শ্রমিক ও ইউপি সদস্য দীপালী রেলি, মালতী বুনার্জী, বীনা রাণী দেব, প্রদীপ শীল, রাধেশ্যাম বাড়ই, রিয়াজ আহমেদ, প্রদীপ পাল এবং মহসিন মিয়া মধুর ছেলে মুরাদ হোসেন সুমন প্রমুখ।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মঈন ফারুক, মৌলভীবাজার জেলা তাঁতী দলের আহ্বায়ক আতাউর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








