Logo

শিবচরে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির গণজোয়ার, নেতৃত্বে বাশার সিদ্দিকী

profile picture
উপজেলা প্রতিনিধি
মাদারীপুর
৮ নভেম্বর, ২০২৫, ১৯:২৩
41Shares
শিবচরে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির গণজোয়ার, নেতৃত্বে বাশার সিদ্দিকী
ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাদারীপুরের শিবচর পৌর শহরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গনসংযোগ ও র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারন সম্পাদক এবং শিবচর উপজেলার বিএনপি'র সদস্য ও মাদারীপুর-১(শিবচর) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী আবুল বাশার সিদ্দিকীসহ অন্যান্য নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) বিকেলে শিবচর বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গনসংযোগ ও র‍্যালি করেন তিনি।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং শিবচর উপজেলা বিএনপি'র সদস্য আবুল বাশার সিদ্দিকী বলেন,গত ১৭ বছর বাংলাদেশের ফ্যাসিবাদী হাসিনা সরকার অসংখ্য বিএনপি নেতাকর্মীকে খুন করেছে। শুধু তাই নয়, রাষ্ট্রের প্রতিটি ডিপার্টমেন্টকে ব্যাপকভাবে ক্ষতি করা হয়েছে।আমাকে একাধিক মামলা দিয়ে দেশে আসতে দেয়নি।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসংযোগ ও র‍্যালি করেছেন তিনি।আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি বিএনপি এদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।আমরা শত জুলুম নির্যাতন ও অত্যাচারে পিছপা হয়নি।দলকে ভালোবেসে দলের দুঃসময়ে হাল ধরেছি।বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও আমার কার্যক্রম অব্যাহত ছিল।দল যাকে নমিনেশন দিবে, আমি তার পক্ষ হয়ে কাজ করবো।এক্ষেত্রে আমি দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দেবো।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র শিবচর পৌর শাখার যুগ্ম-আহবায়ক মোঃ হাসান আব্দুল্লাহ্,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সদস্য মেহেদি হাসান, শিবচর পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মহিন বেপারী,উপজেলা যুবদল নেতা মোঃ রুবেল শিকদার,শিবচর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হাবীব দেওয়ান, কাঁঠালবাড়ী ইউনিয়নের আহ্বায়ক প্রার্থী খোকন মাদবর,শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাহাত মল্লিক,সরকারী বরহামগঞ্জ কলেজের ছাত্রদল নেতা হিমেল,শিবচর উপজেলা বিএনপি'র নেতা আনোয়ার বেপারী,নোয়াব বেপারীসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতা কর্মীরা ।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD